আমেদাবাদ, ১১ ডিসেম্বর (হি.স.) গুজরাট নির্বাচন নিয়ে এবার পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগলেন কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। তিনি বলেন, ‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে বহিরাগতদের হস্তক্ষেপকে চূড়ান্ত বিরোধীতা করছি। পাকিস্তান ভারতের বিরুদ্ধে সন্ত্রাসে মদত দিয়ে চলেছে। তাই পাকিস্তানের উচিত এই বিষয়ে জ্ঞান দেওয়া বন্ধ করা। আমাদের গণতন্ত্রের জন্য আমরা গর্বিত।’
উল্লেখ্য, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক জনসভায় বলেন যে পাকিস্তানের একাধিক কূটনৈতিক আধিকারিকদের সঙ্গে জাতীয় কংগ্রেসের একাধিক শীর্ষ নেতৃত্ব মণিশঙ্কর আইয়ারের বাড়িতে বৈঠক করেন। এরপরেই পাকিস্তান বিদেশমন্ত্রকের পক্ষ থেকে এক ট্যুইটবার্তায় বলা হয়, ‘ ভারত যেন নিজেদের নির্বাচনী বিতর্কে পাকিস্তানকে না টেনে আনে। আর নিজেদের দক্ষতায় তাঁরা যেন নির্বাচন জিতে আসে। তাঁরা ভিত্তিহীন ষড়যন্ত্রের গল্প ফেঁদে যাচ্ছে। তারই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয়মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ এই মন্তব্য করেন। গুজরাট নির্বাচনের আগে এই ঘটনায় উত্তপ্ত জাতীয় রাজনীতি।