নয়াদিল্লি, ১১ ডিসেম্বর (হি.স.): প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কীর্ণাহার শহরের সন্নিকটে মিরাটি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়| সোমবার তাঁর ৮২ তম ছিল জন্মদিন ছিল| এদিন মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী| পাশাপাশি প্রাক্তন রাষ্ট্রপতির দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী|
নিজের টুইটার হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, প্রণব দা’র সঙ্গে কথা হল এবং তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে| তিনি চিরকাল মানুষের মনে থাকবেন| প্রণব দা’র দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি| শুধু প্রধানমন্ত্রীই নন, প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও| মমতার শুভেচ্ছা বার্তা, ‘শ্রী প্রণব মুখার্জির জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা|’ হিন্দুস্থান সমাচার| রাকেশ|