গুজরাটে নির্বাচনকে কেন্দ্র করে ফের অখিলেশ-মুলায়ম দ্বন্দ্ব

মেইনপুর, ১১ ডিসেম্বর (হি.স.) : সমাজবাদী পার্টি মধ্যে চলতে থাকা মুলায়মের সঙ্গে অখিলেশের দ্বন্দ্ব ফের প্রকাশ্যে এল। গুজরাটে বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির পক্ষ থেকে পাঁচটি আসনে লড়াই করার জন্য প্রার্থী দেওয়া হয়েছে। সেই প্রসঙ্গে মেইনপুরিতে এক ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মুলায়ম সিং বলেন, ‘অখিলেশ গুজরাট বিধানসভা নির্বাচনের জন্য পাঁচজন প্রার্থী দাড় করিয়েছে। কিন্তু তারা সবকটি আসনেই পর্যদুস্থ হবে ।’ উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে সমাজবাদী পার্টির ভোরাডুবির প্রসঙ্গে তিনি বলেন, ‘কংগ্রেসের সঙ্গে জোট গড়ে অখিলেশ ভুল সিদ্ধান্ত নিয়েছে। উল্লেখ্য উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট গড়ে সমাজবাদী পার্টি মাত্র ৪৭ টি আসনে জয়লাভ পেয়েছিল অন্যদিকে কংগ্রেস পেয়েছিল মাত্র ৭ টি আসন।

২০১৯ সালের লোকসভা নির্বাচন প্রসঙ্গে সমাজবাদী পার্টি নেতা মুলায়ম সিং জানান যে তিনি মেইনপুর লোকসভা কেন্দ্র থেকেই নির্বাচন লড়বেন। দেশজুড়ে ইভিএমে কারচুপি নিয়ে ওঠা বিতর্কের প্রসঙ্গে প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইভিএম যন্ত্রগুলি জাপান থেকে রফতানি করা হয়। কিন্তু জাপানও ব্যালট পেপারে ভোট নেওয়ার প্রথা ফিরিয়ে এনেছে।’

অন্যদিকে মণিশঙ্কর আয়ার প্রসঙ্গে তিনি ফের বলেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার জন্য তাকে পাকাপাকি ভাবে কংগ্রেস থেকে তাড়িয়ে দেওয়া উচিত। হিন্দুস্থান সমাচার/শুভঙ্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *