নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ প্রবল বর্ষণের প্রভাবে সমগ্র ত্রিপুরা স্তব্ধ হয়ে পড়েছে৷ বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে গতকাল ভোর থেকে টানা বর্ষণে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে রাজ্যে৷ অকাল বর্ষণে রাজ্যের চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবেন বলে ধারণা করা হচ্ছে৷ রাজ্যের বেশ কয়েকটি নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে৷ বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে৷ কল্যাণপুর-সহ খোয়াই নদী সংলগ্ণ বিভিন্ন এলাকার নদীর পারে ভাঙন দেখা দিয়েছে৷ ফলে জনমনে আতঙ্কের সৃষ্টি হচ্ছে৷ জেলা প্রশাসনকে পরিস্থিতির প্রতি তীক্ষ্ন দৃষ্টি রাখতে বলা হয়েছে৷ অসময়ের এই বৃষ্টিতে শীতকালীন সব্জির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা৷ কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্রের আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে আগামীকালও পরিস্থিতি উন্নতির বিশেষ কোনও সম্ভাবনা নেই৷ তবে ১২ তারিখ থেকে আকাশ পরিস্কার হতে শুরু করবে বলে ধারণা করা হচ্ছে৷
2017-12-11