শিকাগো-নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.): মার্কিন মুলুকে আক্রান্ত আরও এক ভারতীয় ছাত্র | শিকাগোর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন গুলিবিদ্ধ ভারতীয় ছাত্র। দ্রুত ছেলের কাছে পৌঁছতে চেয়ে জরুরি ভিত্তিতে ভিসার ব্যবস্থা করে দেওয়ার জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সাহায্য চেয়েছেন আক্রান্ত ছাত্রের পরিবার। এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে ভারতীয়দের নিরাপত্তা ।
কম্পিউটার সিস্টেম নেটওয়ার্কিং নিয়ে স্নাতোকত্তরের পড়াশোনা করতে গিয়েছিলেন হায়দরাবাদের উপলের বাসিন্দা মহম্মদ আকবর। শিকাগোর এলবেনি পার্কের কাছে সকাল সাড়ে আটটা নাগাদ নিজের গাড়ির দিকে যাচ্ছিলেন তিনি ঠিক তখনই অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানা গেছে ।
তাঁর বাবা জানিয়েছেন, আজ সকাল ৮.৪৫ মিনিটে এই ঘটনা ঘটেছে। শিকাগোর অ্যালবানি পার্ক অঞ্চলে আকবর যখন তাঁর গাড়িতে উঠতে যাচ্ছিলেন, তখনই তাঁর দিকে গুলি চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি। জরুরি ভিত্তিতে ভিসার ব্যবস্থা করে দেওয়ার জন্য বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সাহায্য চাওয়া হয়েছে ।
৩০ বছর বয়সি আকবর ইলিনোইসের ডেভরি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সিস্টেমস অ্যান্ড টেলিকমিউনিকেশনসে মাস্টার ডিগ্রি করছেন। তাঁকে কেন গুলি করা হল, সেই কারণটা এখনও স্পষ্ট নয়। জাতিবিদ্বেষের কারণে হামলা কি না, সেটা জানা যায়নি।তবে ঘটনা যাই হোক এই ঘটনায় আবারও প্রশ্নের মুখে ভারতীয়দের নিরাপত্তা ।
এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রে একাধিক ভারতীয়র উপর হামলা হয়েছে। এ বছরের ফেব্রুয়ারিতে কানসাসে জাতিবিদ্বেষের কারণে গুলি করে খুন করা হয় হায়দরাবাদেরই ইঞ্জিনিয়ার শ্রীনিবাস কুচিভোটলাকে। এই ঘটনায় অভিযুক্ত মার্কিন নৌবাহিনীর প্রাক্তন কর্মী। মার্চে ওয়াশিংটনে এক ভারতীয় বংশোদ্ভুত শিখ ব্যক্তিকে গুলি করা হয়। সেটাও জাতিবিদ্বেষের কারণে হামলা ছিল।
গত জুনে তেলঙ্গানার বাসিন্দা মুবিন আহমেদকে ক্যালিফোর্নিয়ার একটি দোকানে গুলি করে সশস্ত্র ডাকাতরা। সেই দোকানে কাজ করতেন মুবিন। সেখানে ডাকাতরা হানা দেয়। মুবিনকে দেখতে পেয়ে তার উপর গুলি চালায় ডাকাতরা। আজ ফের আক্রান্ত হলেন আরও এক ভারতীয়।