কুয়াশার জেরে বিপর্যস্ত দিল্লির রেল পরিষেবা

দিল্লি, ১০ ডিসেম্বর (হি.স.) : রাজধানী দিল্লিতে ঝাঁকিয়ে পড়েছে শীত। আর তার সঙ্গে প্রতিদিন সকালে পাল্লা দিয়ে বেড়ে চলেছে কুয়াশা। রবিবার সকালেও এর কোন পরিবর্তন হয়নি। অতিরিক্ত কুয়াশা জেরে কম দৃশ্যমানতার সৃষ্টি হয়েছে। সিগন্যাল দেখা যাচ্ছে না। তাই যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। বদল করা হয়েছে বহু ট্রেনের সময়সূচি। রেলের তরফে জানানো হয়েছে দিল্লিতে ১৯ টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। সাতটি ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে।
গত দুইদিনে দিল্লিতে ঠান্ডা এবং কুয়াশা প্রকপ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। উল্লেখ্য শনিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৬ ডিগ্রী সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। ওই দিন ৮ টি ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে এবং ১৫ টি ট্রেনের সময় সূচি বদল করা হয়েছিল।
আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে সোমবারেও আবহাওয়ার কোন পরিবর্তন হবে না। তাপমাত্রা আরও কমবে বলে ইঙ্গিত আবহাওয়া দফতর সূত্রে দেওয়া হয়েছে। এদিকে একঝাঁক ট্রেন বাতিলের ফলে নাজেহাল অবস্থা যাত্রীদের। দিল্লিতে ট্রেন বাতিলের ফলে উত্তর ভারতের একাধিক রাজ্যে রেল পরিষেবা ভেঙে পড়েছে। এর জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাবের রেল পরিষেবা। কারণ দিল্লিতে থেকে বহু ট্রেন এইসব রাজ্যের উদ্দেশ্যে রওয়া হওয়ার কথা ছিল। কিন্তু কম দৃশ্যমানতার জেরে তা স্থগিত করে দেওয়া হয়েছে। ফলে দিল্লি স্টেশনে আটকে পড়েছে বহু যাত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *