নিজস্ব প্রতিনিধি, কমলাসাগর, ৯ ডিসেম্বর৷৷ মধুপুরে একটি মোবাইল দোকানে চুরি খবর সূত্রে জানা যায় মধুপুর সাবিত্রী ইলেকট্রনিক মোবাইল দোকানের মালিক জয়ন্ত চৌধুরীর সতকাল রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যায়৷ শনিবার দিন সকাল দশটা নাগাত দোকান খুলতে আসে মালিক জয়ন্ত৷ দোকান খুলতে এসে দেখে দোকানের জিনিস গুলি এলোমেলো ভাবে পরিয়ে রয়েছে৷ তখনই পিছন দিকে গিয়ে দেখতে পায় দোকানের বেড়ার টিন কাটা৷ দেখতে পায় কুড়িটি মোবাইল সেট চুরি করে নিয়ে গেছে যায় মূল্য প্রায় লক্ষাধিক টাকা৷ তখন সঙ্গে সঙ্গে মধুপুর থানা খবর দেওয়া হয়৷ ঘটনাস্থলে মধুপুর থানার পুলিশ তদন্ত করে৷ চোরের কোনো হদিশ নেই৷ এই নিয়ে বেশ কয়েবার মধুপুর বাজারে চুরির ঘটনা ঘটে৷ কিছু দিন আগে মধুপুর গ্রামিন ব্যাঙ্কে চুরির চেষ্টা করেছিল মধুপুর এলাকার বাজার ব্যাবসাইবার অভিযোগ উঠেছে মধুপুর থানার নাকের ডগায় মধুপুর বাজার তার পরেও কেন এই ভাবে চুরির ঘটনা ঘটে৷ রাতে পুলিশ পাহাড়া থাকা কালিন বাজারে কি করে চুরির ঘটনা ঘটে৷ এই নিয়ে বাজার কমিটির প্রশ্ণ উঠেছে৷ থানা থাকা কালিন নিরাপত্তা পাচ্ছে না বাজার ব্যাবসাইরা৷ এই নিয়ে অভিযোগ উঠেছে৷
2017-12-10