নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ ডিসেম্বর৷৷ বিধানসভা ভোটের মুখে রাজনৈতিক উত্তাপ বাড়াচ্ছে কর্মচারী মহল৷ শনিবার প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই অর্থমন্ত্রী ভানুলাল সাহার সরকারী বাসভবনের সামনে বিক্ষোভ দেখিয়েছেন উদ্যান বিভাগে কর্মরত অনিয়মিত কর্মীরা৷ তাদের অভিযোগ, কৃষি দপ্তর আন্দোলনকারীদের নিয়মিত করনের জন্য আর্থিক অনুমোদন চেয়ে অর্থ দপ্তরে ফাইল পাঠিয়ে দেওয়ার পরও সরকার উদাসীন৷ দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে ১৬৭ টাকার মজুরীতে রাজভবন, মহাকরণে কাজ করছেন উদ্যান কর্মীরা৷ কৃষি দপ্তর ফাইল পাঠালে ও অর্থ দপ্তর মঞ্জুরী দিচ্ছেনা আর্থিক অনুমোদন৷ অর্থমন্ত্রীর সদর্থক প্রয়াস গ্রহণ দূর অস্ত অনিয়মিত উদ্যান কর্মীদের সঙ্গে দেখা পর্যন্ত করেনি৷ নিয়মিতকরণ ইস্যুতে অর্থমন্ত্রীর অসহযোগিতায় ক্যাজুয়েল উদ্যান কর্মীরা আন্দোলন তেজী করবে বলে কড়া বার্তা দিয়েছে রাজ্য সরকারকে৷ দীর্ঘদিন ধরে আন্দোলন করে ও দাবী পূরণ হচ্ছে না ক্যাজুয়েলদের৷ ভোটের আগে ক্যাজুয়েল উদ্যান কর্মীদের নিয়মিত করবে কিনা সরকার এনিয়ে জোর আলোচনা চলছে আন্দোলনকারীদের মধ্যে৷
2017-12-10