কাটোয়া, ৯ ডিসেম্বর (হি.স.) : বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কের নিগন গ্রামের কাছে। বাস উলটে মৃত্যু হল এক যাত্রীর। আহত হয়েছেন ৩৮ জন। মৃত যাত্রীর নাম বিশ্বেশ্বর মণ্ডল (২২)। তাঁর বাড়ি কাটোয়া থানার বহরমপুর গ্রামে। আহত যাত্রীদের কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক। ৪ জনকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
আহত যাত্রীদের বক্তব্য, নিম্নচাপের জেরে বৃষ্টির কারণে রাস্তা ভিজে ছিল। তার উপর দ্রুতগতিতে বাসটি চালাচ্ছিলেন চালক। উলটো দিক থেকে আসা একটি গাড়িকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে জমিতে উলটে যায় বাসটি। ঘটনাস্থানেই মৃত্যু হয় একজনের। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে নামেন। ঘটনাস্থানে যান কাটোয়ার তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিধায়কের সঙ্গে থাকা লোকজনও উদ্ধারকাজে যোগ দেন। অপর একটি বাসে করে আহতদের কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আহতদের মধ্যে ৪ জনের অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
2017-12-09