নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ ডিসেম্বর৷৷ উগ্রপন্থী হামলায় ভিটেমাটি ছাড়া উদ্বাস্তুরা পুণর্বাসন, আর্থিক অনুদান ও ভূমির দাবীতে আন্দোলনে সরব হয়েছে৷ শুক্রবার এই তিন দফা দাবী নিয়ে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন পশ্চিম ও সিপাহীজলা উদ্ধাস্ত উন্নয়ন কমিটির প্রতিনিধি দল৷ মুখ্যমন্ত্রী উদ্বাস্তুদের দাবীর যৌক্তিকতা স্বীকার করে তিনদিন অপেক্ষা করা কথা জানিয়েছেন৷ প্রশাসনিক কর্মকর্তাদের বিষয়টি খতিয়ে দেখার জন্য মুখ্যমন্ত্রী সক্রিয় চেষ্টা করবে বলে আশ্বস্থ করেছেন আন্দোলনকারীদের৷ উদ্বাস্তু উন্নয়ন কমিটির কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর তিনদিনের দেওয়া সময়সীমা পর্যন্ত অপেক্ষা করে সমস্যা সমাধান না হলে আন্দোলন তেজী করবে বলে কড়া বার্তা দিয়েছেন৷ তাদের অভিযোগ রাজ্য সরকার আত্মসমর্পণকারী উগ্রপন্থীদের পুণর্বাসন দেওয়ার পরও উদ্বাস্তুদের জীবনমান উন্নয়নে উদাসীন বামফ্রন্ট সরকার৷ মুখ্যমন্ত্রীর দেওয়া আশ্বাসের নির্যাস পাবে কিনা উদ্বাস্তুরা সন্দীহান পশ্চিম ও সিপাহীজলা উদ্বাস্তু উন্নয়ন কমিটি৷
2017-12-09