পুনরায় লাইনচ্যুত ভারতীয় রেল, উত্তর প্রদেশে বেলাইন প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন

আজমগড় (উত্তর প্রদেশ), ৮ ডিসেম্বর (হি.স.): ভারতীয় রেল-এর লাইনচ্যুত হওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে| শুক্রবার পুনরায় লাইনচ্যুত হল ভারতীয় রেল| শুক্রবার ভোরে উত্তর দেশের আজমগড়ের কাছে বেলাইন হয়ে যায় আজমগড়-বারাণসী সিটি তমসা প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন| এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই| রেল সূত্রের খবর, শুক্রবার ভোরে আজমগড় থেকে বারাণসী অভিমুখে রওনা দেয় আজমগড়-বারাণসী সিটি তমসা প্যাসেঞ্জার ট্রেন| সকাল ৫টা নাগাদ বারাণসী পৌঁছনোর কথা ছিল ট্রেনটির| তার আগেই ভোর ৪.৩০ মিনিট নাগাদ আজমগড়ের কাছে লাইনচ্যুত হয়ে যায় আজমগড়-বারাণসী সিটি তমসা প্যাসেঞ্জার ট্রেনের ইঞ্জিন|
রেল দুর্ঘটনার পরই ঘটনাস্থলে পৌঁছন রেলের পদস্থ আধিকারিকরা| ঘন্টা দুয়েকের চেষ্টায় রেললাইনে তোলা হয় ট্রেনটিকে| স্টেশন মাস্টার বাবুরাম জানিয়েছেন, সকাল ৯টা নাগাদ বারাণসীর উদ্দেশ্যে রওনা দেয় আজমগড়-বারাণসী সিটি তমসা প্যাসেঞ্জার ট্রেন| এই রেল দুর্ঘটনায় হতাহতের কোনও খবর নেই|
উল্লেখ্য, ভারতীয় রেল-এর লাইনচ্যুত হওয়ার ঘটনা দিন দিন ক্রমশ বেড়েই চলেছে| শুক্রবারই ওডিশার কোরাপুট জেলায় ডুমুরিপুত এবং দমনজোড়ি রেল স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে যায় পণ্যবোঝাই ট্রেনের ৬টি বগি| তার আগে গত ৪ ডিসেম্বর হরিয়ানার মহেন্দ্রগড় জেলায় মালপত্র বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষের জেরে লাইনচ্যুত হয়ে আগুন লেগে যায় দিল্লি-বিকানের এক্সপ্রেসের ইঞ্জিনে|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *