মানুষকে ভালোবাসার শিক্ষা দিতে হবে ছাত্র-ছাত্রীদের ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷ রাজ্যে শিক্ষার ক্ষেত্রে এখন অনেক পরিবর্তন এসেছে৷ রাজ্যে এক সময় বিদ্যালয়গুলির পরিকাঠামো অনেক অনুন্নত ছিল৷ এখন আর সেই সমস্যা নেই৷ সেই সুযোগকে কাজে লাগাতে হবে৷ আজ খুমুলুঙে ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত খুমপুই একাডেমীর নতুন পাকাবাড়ীর উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তিনি বলেন, ছেলেমেয়েদের শুধু পরীক্ষায় ভাল ফল করলে চলবে না, সাথে বিভিন্ন ধরণের বই পড়তে হবে৷ তাদের জ্ঞান, বুদ্ধি, বিবেচনা বিকশিত করতে হবে৷ তিনি বলেন, ছেলেমেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধূলা করতে হবে৷ কেননা এটি শিক্ষার একটা অঙ্গ৷ এটি ছাত্র ছাত্রীদের সার্বিক বিকাশে সহায়তা করে৷ মুখ্যমন্ত্রী বলেন, সুস্থ চিন্তার বিকাশ ঘটাতে ছেলেমেয়েদের গানবাজনা করতে হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষার কোন বিকল্প নেই৷ শিক্ষা হচ্ছে অমূল্য সম্পদ৷ তিনি বলেন, শিক্ষার সবচেয়ে বড় দিক হল চরিত্র গঠন৷ পরিবারের অভিভাবক হলেন শিশুর প্রথম শিক্ষক৷ তাই বাড়িতে ছেলেমেয়েদের সুশিক্ষা দিতে হবে৷ ছেলেমেয়েদের সত্য কথা বলতে উৎসাহী ও সাহসী করতে হবে এবং মানুষকে ভালবাসতে শিক্ষা দিতে হবে৷ তিনি বলেন, সবদিকে লক্ষ্য রেখে ত্রিপুরা সরকার বাজেটের বেশীরভাগ অর্থ শিক্ষা ক্ষেত্রে ব্যয় করছে৷ তিনি আরো বলেন, উবজাতি অধ্যুষিত এলাকার উন্নয়নে সরকার অগ্রাধিকার দিচ্ছে৷ রাজ্যে এখন শান্তি ফিরে এসেছে৷ শান্তি সম্প্রীতি নষ্ট হলে উন্নয়ন করা যাবে না৷
অনুষ্ঠানে প্রধান অতিথি ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের মুখ্য কার্যনিবাহী সদস্য রাধাচরণ দেববর্মা ও বিশেষ অতিথি ত্রিপুরা উপজাতি এলাকা স্ব-শাসিত জেলা পরিষদের চেয়ারম্যান ড রঞ্জিত দেববর্মা বক্তব্য রাখেন৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ ডি সি’র কার্যনির্বাহী সদস্য রাজেন্দ্র রিয়াং৷ স্বাগত ভাষণ রাখেন এ ডি সি -এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সন্দীপ আর রাঠোর৷
উল্লেখ্য, খুমপুই একাডেমীর এই পাকাবাড়িটিতে মোট ৩৬ টি রুম রয়েছে৷ পাকাবাড়িটি ২৩০৪৩১ বর্গমিটার জায়গার উপর গড়ে উঠেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *