তিরুবনন্তপুরম, ৭ ডিসেম্বর (হি.স.): ঘূর্ণিঝড় ‘অক্ষি’-র তাণ্ডব থামলেও, মৃতের সংখ্যা এখনও লাফিয়ে লাফিয়ে বাড়ছে| বৃহস্পতিবার সকালে কেরল উপকূল থেকে উদ্ধার হয়েছে আরও তিনটি দেহ| সবমিলিয়ে ‘অক্ষি’-র তাণ্ডবে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬| জোরকদমে উদ্ধারকার্য চললেও, এখনও নিখোঁজ অন্তত ৯৬ জন মত্স্যজীবী| উদ্ধারকারী দলের প্রতিনিধিরা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে কেরল উপকূল থেকে তিনটি দেহ উদ্ধার হওযার পর কেরলে ঘূর্ণিঝড় ‘অক্ষি’-র তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৬| এখনও নিখোঁজ অন্তত ৯৬ জন মত্স্যজীবীয়|
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে আলাপ্পুঝার কাছ থেকে এক জনের দেহ উদ্ধার করেছে মেরিন এনফোর্সমন্টে উইং, অন্যদিকে আলাপ্পুঝা-কোচি উপকূল থেকে দু’জনের দেহ উদ্ধার হয়েছে| জোরকদমে উদ্ধাকার্য চললেও, এখনও খোঁজ পাওযা যায়নি অন্তত ৯৬ জন মত্স্যজীবীর|
ঘূর্ণিঝড় ‘অক্ষি’-র তাণ্ডবে সম্প্রতি বিপর্যস্ত হয়েছে তামিলনাড়ু, কেরল এবং লাক্ষাদ্বীপ| দক্ষিণ ভারতে তাণ্ডব চালানোর পর বাণিজ্যনগরী মুম্বইতেও ‘অক্ষি’-র প্রভাব লক্ষ্য করা গিয়েছে| তবে, ঘূর্ণিঝড় ‘অক্ষি’-র রাঙানি থেকে রেহাই পেয়েছে গুজরাট| ‘অক্ষি’-র তাণ্ডবে সবচেয়ে খারাপ অবস্থা কেরলে| গত ৩০ নভেম্বর থেকে কোচি, কোঝিকোড়ে এবং ম্যাঙ্গালুরুতে আটকে রয়েছেন ১,০৯৮ জন যাত্রী|
2017-12-07