নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ সারা দেশের সাথে রাজ্যেরও আজ শ্রদ্ধায় স্মরণে পালিত হয়েছে ভারতের সংবিধানের স্থপতি ভারতরত্ব ড বি আর আম্বেদকর-এর ৬২তম তিরোধান দিবস৷ এই উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠানটি আয়োজিত হয় উজ্জ্বয়ন্ত প্যালেসের সামনে ড আম্বেদকরের মর্মর মূর্তি প্রাঙ্গণে৷ তপশিলী জাতি কল্যাণ দপ্তর আয়োজিত এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে বাবাসাহেব ড আম্বেদকরের মর্মর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রতন ভৌমিক, বিধানসভার অধ্যক্ষ রমেন্দ্র চন্দ্র দেবনাথ, উপাধ্যক্ষ পবিত্র কর, বিধায়কদ্বয় রামু দাস, ঝুমু সরকার, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের সভাধিপতি দিলীপ দাস, আগরতলা পুর নিগমের মেয়র ড প্রফুল্লজিৎ সিনহা, আয়োজক দপ্তরের সচিব এল এইচ ডার্লং, অধিকর্তা এল টি ডার্লং, পশ্চিম ত্রিপুরার জেলা শাসক ডাঃ মিলিন্দ রামটেকে, অন্যান্য দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকগণ, বিভিন্ন সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থাৃ, বিভিন্ন ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের সুপার ও ছাত্র-ছাত্রীবৃন্দ৷
2017-12-07