নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৬ ডিসেম্বর৷৷ জেনেরিক ঔষধের কাউন্টার থাকা সত্বেও বিশালগড় হাসপাতালের ডাক্তাররা প্রেসক্রিপশনে কোন জেনেরক ঔষধ দিচ্ছে না বলে অভিযোগ হাসপাতালে আগত রোগীদের৷ তাদের অভিযোগে আরো জানা যায়, হাসপাতালে বেশিরভাগ ডাক্তার বাবুদের সাথে ঔষধ দোকানের মালিকদের সাথে গোপন সখ্যতা রয়েছে৷ তাই ডাক্তারবাবুরা জেনেরিক ঔষধের পরিবর্তে অন্য ব্র্যান্ডের ঔষধ দিচ্ছে৷ বিশালগড় মহকুমা হাসপাতালে বেশিরভাগ রোগী আসে গরিব পরিবার থেকে৷ তাদের পক্ষে দামী ব্র্যান্ডের ঔষধ নেওয়া সম্ভব নয়৷ গরীব মানুষদের স্বার্থে রাজ্য সরকার প্রায় সমস্ত হাসপাতালে জেনেরিক ঔষধের কাউন্টার খুলে রেখেছে৷ অন্য ব্র্যান্ডের ঔষধের তুলনায় জেনেরিক ঔষধের দাম অনেক কম৷ গরীব মানুষ সেই ঔষধ ক্রয় করতে কোন সমস্যা নেই৷ কিন্তু বিশালগড় হাসপাতালের ডাক্তারবাবুরা বহিঃবিভাগ কিংবা ইমারজেন্সিতে কোন রোগী আসলে প্রেসক্রিপশনে দামী ঔষধ লিখে দেয় বলে রোগীদের অভিযোগ৷ এমনকি হাসপাতালে ঠিক মত কর্তব্য পালন না করে আবাসনে চেম্বার খুলে ২০০/৩০০ টাকার ভিজিট নিয়ে রোগী দেখছেন বলে অভিযোগ৷ হাসপাতালে প্রায় সমস্ত ডাক্তাররা এজেন্ট নিয়োগ করে রেখেছে৷ চেম্বারে কোন রোগী আসলেই ডাক্তার বাবুকে ফোন করে চেম্বারে নিয়ে আসে৷ তাছাড়া আরো অভিযোগ হাসপাতালের উল্টো দিকে ঔষধের দোকান গুলির সাথে ডাক্তারবাবুদের মোটা টাকার চুক্তি রয়েছে৷ একটাই শর্ত রোগীর ব্যবস্থাপত্রে জেনেরিক ঔষধের পরিবর্তে অন্য ব্র্যান্ডের ঔষধ দিতে হবে৷ জেনেরিক ঔষধের কাউন্টারের সাথে যোগাযোগ করে জানা যায় দিনে শত শত রোগী হাসপাতালে আসে কিন্তু মাত্র ১০/১২ জন রোগীর নাম মাত্র কয়েকটি জেনেরিক ব্র্যান্ডের ঔষধ দেওয়া হয়৷ বাকী সব দামী ব্র্যান্ডের ঔষধ দেয় বলে অভিযোগ৷ স্বাভাবিক ভাবে প্রশ্ণ উঠেছে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামী মাস থেকে সরকারী হাসপাতালে রোগীদের বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হবে৷ তা বিশালগড় হাসপাতালে কতটুকু কার্যকর হবে তা এখন প্রশ্ণের মুখে৷ এমনিতে বিশালগড় হাসপাতালে প্রয়োজনীয় সরঞ্জামের অভাব রয়েছে৷ তার উপর ডাক্তারবাবুদের নতুন কুকীর্তি৷ এতে এই এলাকার জনগণ খুবই বিরক্ত৷ রোগীদের অভিযোগ সাধারণ জ্বর বা পেট ব্যাথা হলেই তাদের হাপানিয়া বা জিবিতে রেফার করে দায়িত্ব খালাস করা হয়৷ রাজনৈতিক দলগুলি এই সমস্যাটির কথা জেনেও কোন এক অজ্ঞাত কারণে ব্যবস্থা গ্রহণ না করায় বিশালগড়বাসী হতাশার মধ্যে রয়েছেন৷
2017-12-07