নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর ৷৷ প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান জাস্টিস সি কে প্রসাদ আজ দুপুরে মহাকরণে মুখ্যমন্ত্রী মানিক সরকারের সাথে সাক্ষাৎ করেন ও মুখ্যমন্ত্রীর হাতে স্মারক উপহার তুলে দেন৷ সাক্ষাৎকালে তাঁর সঙ্গে ছিলেন প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার প্রাক্তন সদস্য কৃষ্ণ প্রসাদ৷ এছাড়াও প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান তথা সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপিত সি কে প্রসাদ আজ রাজ্য অতিথিশালা সোনারতরীতে রাজ্যে কর্মরত সাংবাদিক ও সংগঠনের প্রতিনিধিদের সাথে মিলিত হয়ে রাজ্যে সাম্প্রতিককালে দুজন সাংবাদিকদের হত্যাকান্ড সম্পর্কিত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন৷ আলোচনাকালে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার প্রাক্তন সদস্য কৃষ্ণ প্রসাদও উপস্থিত ছিলেন৷
সাংবাদিক সমীর ধর ও সুজিত চক্রবর্তী, ফোরাম ফর প্রোটেকশন অব জার্র্নলিস্ট, ত্রিপুরা এবং আগরতলা প্রেস ক্লাবের প্রতিনিধিরা পৃথক পৃথকভাবে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যানের সাথে সাক্ষাতে মিলিত হন৷ অন্যদিকে, রাজ্যের মুখ্যসচিব সঞ্জীব রঞ্জন, রাজ্য পুলিশের ডিজি এ কে শুক্লা এবং রাজ্য সরকারের প্রধান সচিব রাকেশ সারোয়াল পি সি আই’র চেয়ারম্যানের সাথে সাক্ষাতে মিলিত হন৷
এদিন, আগরতলা প্রেস ক্লাবের প্রতিনিধিরা প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যানের সাথে দীর্ঘ ১ ঘন্টা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন৷ এদিন, এই প্রতিনিধি দলে ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি সত্যব্রত চক্রবর্তী, সহ সভাপতি চিত্রা রায়, সম্পাদক আর কে কল্যাণজিৎ সিং এবং কোষাধ্যক্ষ কমল চৌধুরী৷ পিসিআই’র চেয়ারম্যানের সাথে আলোচনা প্রসঙ্গে আগরতলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জানান, দুইজন সাংবাদিকের মৃত্যুর ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ আগরতলা প্রেস ক্লাব এসআইটি কেন চেয়েছে তার ব্যাখ্যা দেওয়া হয়েছে৷ তবে, সাংবাদিক হত্যাকান্ডে যারা অভিযুক্ত তাদের দ্রুত এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাইছে আগরতলা প্রেস ক্লাব, তা পিসিআই’র চেয়ারম্যানকে অবগত করানো হয়েছে৷ পাশাপাশি সাংবাদিকদের বেতন ভাতা সংক্রান্ত বিষয়ে ভূমিকা নেওয়ার জন্যও পিসিআই’র কাছে আবেদন জানানো হয়েছে৷ আগরতলা প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ দাবি করেন, পিসিআই’র চেয়ারম্যানের সাথে আলোচনা ইতিবাচক ছিল৷
এদিকে ফোরাম ফর প্রোটেকশন অব জার্র্নলিস্ট, ত্রিপুরা এর এক প্রতিনিধি দলও এদিন পিসিআই’র চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছেন৷ প্রতিনিধি দলের সদস্য সাংবাদিক নবেন্দু ভট্টাচার্য্য জানিয়েছেন, পিসিআই’র চেয়ারম্যানের কাছে রাজ্যের দুই সাংবাদিক হত্যাকান্ডে সিবিআই তদন্তের দাবী পেশ করা হয়েছে৷ পাশাপাশি এ রাজ্যে সাংবাদিকরা সুরক্ষিত নন এবং ক্রমাগত হুমকির সন্মুখীন হচ্ছেন, তার তথ্য প্রমাণ, ভিডিও ফুটেজ সহ সমস্ত কিছু পিসিআই’র চেয়ারম্যানের কাছে তুলে দেওয়া হয়েছে৷ শ্রী ভট্টাচার্য্য জানান, পিসিআই চেয়ারম্যান জাস্টিস সি কে প্রসাদ দুই সাংবাদিক হত্যাকান্ডে সিবিআই তদন্তের দাবির প্রতি সহমত প্রকাশ করেছেন৷
এরপর সন্ধ্যায় প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি সি কে প্রসাদ, প্রাক্তন সদস্য কৃষ্ণ প্রসাদ প্রয়াত সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের বাড়িতে যান৷ সেখানে তিনি প্রয়াতের মা পুতুল দত্ত ভৌমিক, স্ত্রী সোমা দত্ত ভৌমিক, ছেলে সমীপ দত্ত ভৌমিক, মেয়ে সমৃদ্ধি দত্ত ভৌমিক ও ছোট ভাই সুজিত দত্ত ভৌমিকের সাথে দেখা করে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন৷
উল্লেখ্য, প্রেস কাউন্সিল অব ইন্ডিয়ার চেয়ারম্যান তথা সুপ্রিমকোর্টের প্রাক্তন বিচারপতি শ্রী প্রসাদ এবং পি সি আই-র প্রাক্তন সদস্য কৃষ্ণ প্রসাদ দুদিনের সফরে গতকাল আগরতলায় আসেন৷
2017-12-07