নয়াদিল্লি, ৬ ডিসেম্বর (হি.স.) : রাজনীতির ছোঁয়া থেকে সেনাবাহিনীকে দূরে থাকার পরামর্শ দিলেন সেনাপ্রধান বিপিন রাওয়াত। ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সেনাপ্রধান বলেন, ‘যেকোন মূল্যে রাজনীতি থেকে সেনাবাহিনীকে দূরে থাকতে হবে। ইদানীংকালে, সেনাবাহিনীতে রাজনীতিকরণের একটা প্রচেষ্টা চলছে। আমি মনে করি আমরা ধর্ম নিরপেক্ষ পরিবেশের মধ্যে কাজ করে চলেছি। আমাদের গণতন্ত্র বেশ শক্তিশালী সেখানে সেনাবাহিনীকে রাজনীতির থেকে অনেক দূরে থাকতে হবে। আগে মহিলা এবং রাজনীতি নিয়ে সেনাবাহিনীতে আলোচনা হত না। কিন্তু সেনাবাহিনীতে এই বিষয়গুলি নিয়ে আলোচনার একটা প্রবণতা দেখা দিয়েছে। যা আমাদের এড়িয়ে চলতে হবে।’
এলফিনস্টোন স্টেশনে সেনাবাহিনীর দ্বারা ফুট ব্রিজ নির্মানকে কেন্দ্র করে বিতর্কের সৃষ্টি হয়। সেই বিষয়ে সেনাপ্রধান বলেন, ‘সেনাবাহিনীর সনদে নাগরিকদের সাহায্য করার কথা বলা আছে। তা মেনেই সেনাবাহিনী বন্যা এবং ভূমিকম্পের সময়ে নাগরিকদের সাহায্যর্থে এগিয়ে আসে। অন্যদিকে চিফ অফ আর্মি স্টাফের কমিটির পক্ষ থেকে নৌসেনা প্রধান সুনীল লাম্বা শহিদ এবং শারীরিকভাবে পঙ্গু জওয়ানদের সন্তানদের পড়াশুনা জন্য মাসিক ১০০০০ টাকার সাহায্যের প্রস্তাব প্রতিরক্ষামন্ত্রী কাছে করা হয়েছে।
2017-12-06