নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ ধলাই জেলার ছাওমনু থানার অধীন হরিয়ামণি রোয়াজা পাড়ায় এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে৷ ঐ যুবকের নাম শঙ্খজয় ত্রিপুরা৷ মঙ্গলবার সকালে তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ নিহতের পেটে দুটি গুলি করা হয়েছে৷ পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের পর নিকটাত্মীয়দের হাতে তুলে দিয়েছে৷ জানা গিয়েছে, ঐ যুবক যাত্রাপালার সাথে যুক্ত৷ পুলিশ জানতে পেড়েছে দেশী বন্দুক থেকে গুলি চালানো হয়েছে৷ তবে, কে বা কারা গুলি চালিয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ৷ অনুমানের ভিত্তিতে লকদা ত্রিপুরা নামে এক যুবককে আটক করে জেরা করছে পুলিশ৷ পুলিশের আশঙ্কা যেহেতু এলাকাটি সীমান্ত লাগোয়া তাই অনুমান করা হচ্ছে পাচারকারীরাই এই গুলি চালানোর সাথে যুক্ত৷ জানা গিয়েছে, নিহত যুবক সিপিএমের কট্টর সমর্থক ছিল৷
2017-12-06