নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ যানসন্ত্রাসের বলি হল শিশুসহ দুইজন৷ দূর্ঘটনাটি ঘটেছে পানীসাগর-ধর্মনগর রুটে৷ নিহতরা হলেন নির্মল চক্রবর্তী (৫৭) এবং ভিকি পাল (৭)৷ ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে৷ জানা গিয়েছে, টিআর-০৫-ডি-০৬১৬ নম্বরের একটি টাটা টিঙ্গু গাড়ি পথচারী নির্মল চক্রবর্তী ও ভিকি পালকে পেছন দিক থেকে ধাক্কা দেয়৷ তাতে রাস্তার উপর ছিটকে পড়ে যায়৷ তাতে দুজনের মাথায় প্রচন্ড আঘাত লাগে৷ ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে৷ পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ পুলিশ দুর্ঘটনার একটি মামলা নিয়েছে৷ তবে, দুর্ঘটনার পরপরই টাটা টিঙ্গু গাড়ির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে আত্মগোপন করেছে৷
2017-12-06