ওয়াশিংটন, ৫ নভেম্বর (হি.স.) : ছ’টি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষেধের যে নীতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রহণ করেছিলেন তাতে শিলমোহর দিল দেশের সর্বোচ্চ আদালত৷এই রায়ের পর ইরান ও সিরিয়ার মতো মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকরা আমেরিকায় আর প্রবেশ করতে পারবেন না৷ এই রায় অবিলম্বে কার্যকর করার নির্দেশ ট্রাম্প প্রশাসনকে দিয়েছে সুপ্রিম কোর্ট৷ রায়ের পর স্বাভাবিকভাবেই খুশির আমেজ ট্রাম্প শিবিরে৷
যে যে দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা জারি থাকল সেই দেশগুলি হল, চাঁদ, ইরান, লিবিয়া, সোমালিয়া, সিরিয়া এবং ইয়েমেন৷ এছাড়া উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার ক্ষেত্রেও কার্যকর হবে এই নির্দেশ৷ সোমবার নয় সদস্যের গঠিত বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হয়৷ সাত জন বিচারপতি এই নীতির পক্ষে তাদের মতামত দেন৷ তবে কতদিনের জন্য এই নিষেধাজ্ঞা বহাল থাকবে তা পরিস্কার নয়৷ আমেরিকার অ্যার্টনি জেনারেল জেফ সেসনস এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, এই রায় আমেরিকার নাগরিকদের নিরাপত্তাকে আরও জোরদার করতে সাহায্য করবে৷ অন্যদিকে দেশের বিভিন্ন মুসলিম সংগঠন এই রায়ের বিরোধিতা করে৷ তাদের অভিযোগ, এই রায় বৈষম্যমূলক ও মুসলিম বিরোধী৷
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করে নতুন একটি নির্দেশনা জারি করেন৷ প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের যুক্তি হচ্ছে এই নিষেধাজ্ঞা আমেরিকাকে সন্ত্রাসবাদের হাত থেকে নিরাপদ রাখার জন্য দরকার। নিম্ন আদালতে এই নিষেধাজ্ঞাকে অবৈধ বলে ঘোষণা করে৷ এরপর সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় ট্রাম্প প্রশাসন৷
2017-12-05