বৃহস্পতিবার আসছেন রাজনাথ, আলাদা কথা হতে পারে মমতার সঙ্গে

কলকাতা, ৫ ডিসেম্বর (হি. স.) : বৃহস্পতিবার নবান্নে ভারত বাংলাদেশ সীমান্ত নিরাপত্তা নিয়ে বৈঠক করতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিংহ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক নবনির্মিত নবান্ন সভাঘরে এই বৈঠকের আয়োজনে সম্মত হয়েছেন। এই বৈঠকে মুখ্যমন্ত্রীর অনুরোধে উপস্থিত থাকতে পারেন ত্রিপুরা, আসাম ,মেঘালয় এবং মিজোরামের মুখ্যমন্ত্রী অথবা শীর্ষ স্তরের মন্ত্রীরা। বাংলাদেশের সীমান্তের একটা বোরো অংশ জুড়ে পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ব্যক্তিগত সখ্যের কথা রাজনীতিতে সুবিদিত। বাংলায় এসে মমতা ও তাঁর সরকারকে আক্রমণ না-করাই গত ক’বছরে দস্তুর করে ফেলেছেন বিজেপির এই প্রবীণ নেতা। কিন্তু সেই তিনি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকেই যখন বেছে বেছে মমতার খাসতালুকে কর্মিসভা করতে পাঠানোর সিদ্ধান্ত নেন নরেন্দ্র মোদী-অমিত শাহ, তখন বিজেপির নিচুতলার কর্মীদের মধ্যে আশা জেগেছিল— এ বার অন্তত ব্যতিক্রম হবে। চড়া সুরে না হোক মমতার কিছু না কিছু সমালোচনা হয়তো করবেন রাজনাথ। কিন্তু গত এপ্রিল মাসেও বিজেপি কর্মীদের হতাশ করেন ঠাকুর নেতা।
গত ২৬ জুলাই সংসদের সেন্ট্রাল হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আলাদাভাবে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দার্জিলিংয়ের বিষয়ে রাজনাথের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনা হয় তাঁর। সূত্রের খবর, এই সফরেও দার্জিলিং নিয়ে কথা হতে পারে রাজনাথ-মমতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *