নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ রাজ্যের ওবিসি সম্প্রদায়ের উপর দীর্ঘ বঞ্চনার কথা তুলে ধরে সোমবার ওবিসি মোর্চার সমাবেশে রাজ্য
সরকারকে তুলোধুনো করেছেন বিজেপি রাজ্য সভাপতি বিপ্লব দেব৷ এই সমাবেশের মঞ্চে ওবিসি মোর্চার সর্বভারতীয় সভাপতি তথা উত্তর প্রদেশ সরকারের মন্ত্রিসভার সদস্য দারা সিং চৌহানও রাজ্য সরকারের সমালোচনায় মুখর হয়েছেন৷ ওবিসি অংশের জনগণের দক্ষতা বিকাশে রাজ্য সরকারের ব্যর্থতা এদিন বিজেপি নেতৃবৃন্দের আক্রমণের মূল হাতিয়ার ছিল৷ এদিন বিজেপি রাজ্য সভাপতি বলেন, দীর্ঘ শাসনে বামফ্রন্ট সরকার ওবিসি সম্প্রদায়ের মানুষের দক্ষতা বিকাশ করতে পারেনি৷ ফলে তারা পেশাগত দিক দিয়ে উন্নতি করতে পারেননি৷ শ্রী দেব বলেন, বামফ্রন্ট যুব সম্প্রদায়কে কর্মবিমুখ করে রেখেছে৷ ফলে, রাজ্যের এবং জাতির বিকাশ হচ্ছেনা৷ আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসলে ওবিসি সম্প্রদায় সহ সকল অংশের মানুষ উপকৃত হবেন বলে তিনি দাবি করেন৷ এদিকে বিজেপি ওবিসি মোর্চার সর্বভারতীয় সভাপতি দারা সিং চৌহানের দাবি রাজ্যে বামফ্রন্টের বিদায় ঘন্টা বেজে গেছে৷ আগামী নির্বাচনে পরিবর্তনের লক্ষ্যেই জনগণ রায় দেবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন৷