গুয়াহাটি, ৪ ডিসেম্বর (হি.স.) : হিন্দু সংহতি নামের অখ্যাত এক সংগঠনের নেতা দেবতনু ভট্টাচাৰ্যের বিরুদ্ধে রাজ্যের ভিন্ন দুই প্রান্তে আরও দুটি অভিনামা দাখিল করা হয়েছে। শোণিতপুর জেলার ঢেকিয়াজুলি এবং উজান অসমের তিনসুকিয়া থানায়।
ঢেকিয়াজুলি থানায় এফআইআর দাখিল করেছে মুসলিম ছাত্ৰ সংস্থা। সংস্থার স্থানীষ় নেতার অভিযোগ, শিলচরের এক প্রকাশ্য সভায় মুসলমানদের বিরুদ্ধে হাতে অস্ত্ৰ তুলে নেওযার হুংকার দিয়েছিলেন দেবতনু ভট্টাচাৰ্য। এদিকে তিনসুকিয়া থানায় দেবতনুর উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে এজাহার দাখিল করেছে ছাত্ৰ মুক্তি সংগ্ৰাম সমিতি। ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি কৃযক মুক্তি সংগ্রাম সমিতির ছাত্র সংগঠন। কৃষক মুক্তির নেতা অখিল গগৈকে এনএসএ আইনে গ্রেফতার করা হয়েছে। তিনি এক সভায় প্রয়োজনে হাতে একে ৪৭ তুলে নেওয়ার হুমকি দিয়েছিলেন। এই বক্তব্যের জেরে তাঁকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে দেবতনু ভট্টাচাৰ্যের বিরুদ্ধে সোচ্চার হয়েছে প্রদেশ কংগ্রেসও। প্রাক্তনমন্ত্রী প্রদ্যোত বরদলৈ বলেছেন, দেবতনু ভট্টাচাৰ্যের বিরুদ্ধে সরকারকে মামলা রুজু করা উচিত। কেন এখনও এই কাজটি সরকার করছে না তিনি ভেবে পাচ্ছেন না। বলেছেন, মাদানির বক্তব্যের ১০ গুণ বেশি সাম্প্ৰদায়িক মন্তব্য করেছেন ভট্টাচাৰ্য। তিনিও শীঘ্ৰ দেবতনু ভট্টাচাৰ্যকে গ্ৰেপ্তারের দাবি করেছেন। দেবতনুকে শিখণ্ডি হিসেবে আরএসএস ব্যবহাৰ করছে বলেও অভিযোগ করেছেন বরদলৈ।
তাছাড়া, হিন্দু সংহতির নেতা দেবতনু ভট্টাচার্যের বক্তব্যতে সংবিধান বিরোধী বলে মন্তব্য করেছেন ধেমাজির বিজেপি বিধায়ক রণোজ পেগু। এ ধরনের উত্তেজক বক্তব্য পেশ না করতে সকলের কাছে আহ্বান জানিয়েছেন পেগু।
2017-12-04