ধর্মপুর, ৪ ডিসেম্বর (হি.স.) : কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধীর মনোনয় নিয়ে এবার কংগ্রেসকে বিদ্রুপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, ‘কংগ্রেসে ঔরঙ্গজেব রাজের জন্য তাদের শুভেচ্ছা জানাই। সাধারণ যাতে ভাল থাকে সেটা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য। ১২৫ কোটি ভারতীয়ই আমাদের হাইকম্যান্ড।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কংগ্রেস দলের নেতারাই মেনে নিয়েছেন যে কংগ্রেস কোন দল নয়। কংগ্রেস হল বংশ।’ উল্লেখ্য কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধীর মনোয়ন পেশ নিয়ে বর্ষীয়ান কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ার বলেছিলেন, ‘এটা জানা সত্ত্বেও যে রাজার সন্তানকেই ক্ষমতা দেওয়া হবে। তবু জাহাঙ্গীরের জায়গায় যখন শাহজাহান এসেছিল তখন নির্বাচন হয়েছিল। শাহজাহানের জায়গায় ঔরঙ্গজেব যখন ক্ষমতায় বসেছিল তখনও নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।’ বর্ষীয়ান কংগ্রেস নেতার এই মন্তব্যের জেরে পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মন্তব্য করেন। গত ১৯ বছর ধরে কংগ্রেস সভানেত্রী পদে রয়েছেন সোনিয়া গান্ধী। এবার তার জায়গায় স্থলাভিষিক্ত হতে চলেছেন বর্তমানে কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী। ২০১৯ সালের লোকসভা নির্বাচনকে মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের খবর ১১ ডিসেম্বর মনোয়ন পেশের শেষদিন। যদি নির্বাচন অনুষ্ঠিত হয় তবে তা হবে ১৬ ডিসেম্বর। গণনা হবে ১৯ ডিসেম্বর। কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধীর নাম প্রস্তাব করেন বর্তমান সভানেত্রী সোনিয়া গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
2017-12-04