প্রতীক্ষার অবসান, কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): প্রতীক্ষার অবসান ঘটিয়ে কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন জমা দিলেন রাহুল গান্ধী| সোমবার রাজধানীতে সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র সদর দফতরে কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন জমা দেন রাহুল গান্ধী| মনোনয়ন জমা দেওয়ার সময় রাহুল গান্ধীর সঙ্গে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, আহমেদ প্যাটেল, শীলা দীক্ষিত, জীতিন প্রসাদা, ভি নারায়ণস্বামী, মোহসিনা কিদওয়াই, সিদ্দারামাইয়া, অশোক গেহলট, তরুণ গগৈ, সুশীল কুমার শিণ্ডে এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সহ শীর্ষ কংগ্রেস নেতারা| কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার জন্য সোমবার সকাল ১০.৪৪ মিনিট নাগাদ সর্বভারতীয় কংগ্রেস কমিটি (এআইসিসি)-র সদর দফতরে পৌঁছন রাহুল গান্ধী| এরপর শীর্ষ কংগ্রেস নেতৃত্বের উপস্থিতিতে কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন জমা দেন রাহুল গান্ধী| কংগ্রেস সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়ার জন্য ৪৭ বছর বয়সি রাহুল গান্ধীকে অভিনন্দন জানিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা আনন্দ শর্মা, কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া, রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং, গুজরাটের কংগ্রেস প্রেসিডেন্ট ভরত সোলাঙ্কি সহ অন্যান্যরা| শুভেচ্ছা বার্তায় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, ‘গত দুই দশক ধরে সোনিয়া গান্ধীর নেতৃত্বে এগিয়ে গিয়েছে কংগ্রেস দল| এবার সেই গুরু দায়িত্ব সামলাবেন রাহুল|’ লোকসভার বিরোধী দলনেতা তথা প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, ‘কংগ্রেস সভাপতি যাত্রায় রাহুল গান্ধীকে অভিনন্দন|’ কংগ্রেস সভাপতি পদে রাহুল গান্ধীর নাম যাঁরা প্রস্তাব করেছিলেন তাঁদের মধ্যে রয়েছেন সোনিয়া গান্ধী এবং মনমোহন সিংও| প্রার্থীপদ প্রত্যাহারের শেষ দিন হল ১১ ডিসেম্বর| নির্বাচন ১৬ ডিসেম্বর এবং গণনা হবে ১৯ ডিসেম্বর| কংগ্রেস কেন্দ্রীয় নির্বাচন অথরিটির চেয়ারম্যান মুল্লাপল্লি রামচন্দ্রণ জানিয়েছেন, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হল ৪ ডিসেম্বর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *