আমেদবাদ, ৪ ডিসেম্বর (হি.স.) : গুজরাটে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সোমবার ইস্তাহার প্রকাশ করল কংগ্রেস হাইকম্যান্ড। রাজ্যের কৃষকদের সাহায্য এবং দুঃখমোচনই দলের প্রধান লক্ষ্য হবে বলে কংগ্রেসের প্রকাশিত ওই ইস্তেহারে দাবি করা হয়েছে। সেচ প্রকল্পের ১৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ, কৃষকদের ঋণ মকুবসহ একাধিক প্রতিশ্রুতি রয়েছে ওই ইস্তেহারে। সোমবার কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে দাবি করা হয়েছে যে ২৫ লক্ষ বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য ৩২০০০ কোটি টাকা প্যাকেজ দেওয়া হবে। রাজ্যের কর্মহীন যুবক যুবতীদের জন্য ৪০০০ টাকা মাসিক ভাতা দেওয়া হবে। চুক্তিভিত্তিক সরকারী নিয়োগ বন্ধ করে দেওয়া হবে। চুক্তিতে থাকা কর্মীদের স্থায়ী করা হবে। মহিলাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ দ্রুত নিষ্পত্তি করার জন্য ফাস্ট-ট্রাক কোর্ট তৈরি করা হবে। কলেজের ছাত্রছাত্রীদের জন্য ল্যাপটপ এবং স্মার্টফোন সরবরাহ করা হবে। পেট্রোল এবং ডিজিলের দাম লিটার প্রতি ১০ টাকা কমিয়ে দেওয়া হবে। পাতিদার সম্প্রদায়ের শিক্ষা এবং চাকরিতে সমান সুযোগ দেওয়া হবে। তপশীলি জাতি, উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর মানুষের জন্য আগে থেকে সংরক্ষণ ফিরিয়ে নেওয়া হবে না। অন্যদিকে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে ভাবনগরে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘আমি কংগ্রেসকে অনুরোধ করছি সত্যের প্রতি অবিচল থাকুন। নির্বাচনী ললিপপ এবং মিথ্যা প্রতিশ্রুতি গুজরাটের মানুষ পছন্দ করে না।
2017-12-04