এবার রাহুলের বিরুদ্ধে তোপ দেগে সরব বিজেপির একাধিক নেতা-মন্ত্রী

আমেদাবাদ৩ ডিসেম্বর (হি.স.) : গুজরাটে বিধানসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে কংগ্রেস-বিজেপি বাকযুদ্ধ তত যেন চরম আকার ধারণ করছে। রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্দেশ্যে রাজ্যে মহিলাদের দুরবস্থা সম্পর্কে প্রশ্ন করেন রাহুল গান্ধী। এবার পাল্টা বিজেপির তরফ থেকে রাহুল গান্ধীর বিরুদ্ধে ধেয়ে এল একাধিক আক্রামণ। সংসদ বিষয়ক মন্ত্রী মুক্তার আব্বাস নাকভি বলেন, ‘বেগুন ও বার্গারের মধ্যে যিনি ফারাক করতে জানেন না। যিনি পিঁয়াজ এবং পিৎজা মধ্যে পার্থক্য করতে পারেন না। তিনি আবার প্রশ্ন করছে। প্রথমে উনি দেশের রাজনীতি এবং সংস্কৃতির ঐতিহ্যের এবিসিডি শিখুন। যেদিন উনি এইগুলি শিখতে পারবেন সেইদিন উনি সবধরণে প্রশ্নের উত্তর দিতে পারবেন।

পাশাপাশি অরুণ জেটলি বলেন, ‘নির্বাচন যত এগিয়ে আসছে ততই উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতাবস্থা বনাম সুবিধাভোগীদের এবং অরাজকদের লড়াইয়ে পরিণত হচ্ছে। গত ২২ বছর ধরে প্রশাসনিক পরিষেবা গুজরাটবাসীদের অনবদ্য দিয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলএন, ‘রাহুল বলেছেন বিকাশ পাগল হয়ে গিয়েছে। তার এই চিন্তা ভাবনায় আমার দুঃখ হয়। বিকাশ দ্রুত হতে পারেধীরে হতে পারেথেমে থাকতে পারে কিন্তু বিকাশ কি ভাবে পাগল হতে পারে?’ প্রধানমন্ত্রী দফতরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং রাহুলকে ঠুকে বলেন, ‘ভাল একটা স্ক্রিপ্ট লেখক দরকার। কলেজ মানের কবিতার মতো বক্তব্য প্রতিউত্তরে যোগ্য নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *