অপহরণ ঃ ধৃত নয়জন পুলিশ রিমান্ডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ চার ব্যাঙ্ক কর্মচারী অপহরণ  কান্ডের সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া নয়জনকে রবিবার গোমতী জেলার জুডিশিয়াল মেজিস্ট্রেটের আদালতে তোলা হয়েছে৷ মাননীয় বিচারক ধৃতদের নয় দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দিয়েছেন৷ পুলিশের তরফ থেকে অবশ্য সাত দিনের পুলিশ রিমান্ডের আর্জি জানিয়েছিল আদালতের কাছে৷ এদিন, কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নয়জনকে উদয়পুরস্থিত জুডিশিয়াল মেজিস্ট্রেটের আদালতে নিয়ে আসা হয়৷ পুলিশের পাশাপাশি ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানও৷ প্রসঙ্গত, শনিবার আগরতলা, মুঙ্গিয়াকামী এবং তৈদু থেকে মোট নয়জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ চার ব্যাঙ্ক কর্মচারী অপহরণকান্ডে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *