নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ সাংবাদিক হত্যাকান্ডে নাটকীয় মোড়৷ সাংবাদিক হত্যাকান্ডে আদালতে স্বীকারোক্তি দিতে অস্বীকার করল টিএসআর জওয়ান ধমেন্দ্রর সিং৷ ৪৮ ঘন্টার মধ্যেই ভোল বদল৷ রাজসাক্ষী থেকে সরে পাল্টি খেল৷ সঙ্গত কারনেই সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিক হত্যা কান্ডের কিনারা করা পুলিশের কাছে সহজ হচ্ছে না৷ সুদীপ হত্যায় মূল অভিযুক্ত টিএসআর-র দ্বিতীয় ব্যাটেলিয়ানের কমান্ডেন্ট তপন দেববর্মাও পুলিশকে কিছু বলতে নারাজ৷ সাধারণ মামলার মতোই চলছে সাংবাদিক হত্যা মামলটি৷ রাজ্য সরকারের সীট সাংবাদিক হত্যা মামলা কতটুকু সফল হতে পারে তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ণ উঠেছে৷ সুদীপের পরিবার এবং সাংবাদিক মহল শুরু থেকেই সীট এর উপর ভরসা হারিয়ে ফেলেছে৷ সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিককে পরিকল্পিত খুনের ঘটনা কিনারা করতেই পুলিশের কালঘাম ঝড়ছে৷ অভিযুক্তদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালালেও তদন্ত প্রক্রিয়ার তেমন গতি আসেনি৷ কমান্ডেন্ট তপন দেববর্মা ও তার দেহরক্ষী নন্দলাল রিয়াংকে গেরপ্তারের পর গ্রেপ্তার হয় টিএসআর এর দুই জওয়ান ধর্মেন্দ্রর কুমার সিং ও অমিত দেববর্মা৷ পুরো ঘটনা তাদের চোখের সামনে হয়েছে এবং তারা সুদীপ দত্ত ভৌমিককে খুন করতে হাসায্য করেছে৷ এই বিষয়গুলি একেবারে জলের মতো পরিস্কার৷ এদিকে ধমেন্দ্র রাজসাক্ষী হতে রাজী হলেও হঠাৎই পাল্টে যায়৷ তদন্তকারী অফিসারের কাছে যে স্বীকারোক্তি দিয়েছে, পরবর্তী সময়ে তাকে আদালতে তোলা হলে আদালতের সামনে স্বীকারোক্তি দিতে অস্বীকার করে৷ যার কারনে সীট এখন নতুন করে ভাবতে শুরু করেছে৷ পুলিশের দাবি মেনে আদালত তপন দেববর্মাকে ৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠায় আর বাকিদের জেল হেফাজতে পাঠিয়েছে৷
2017-12-03