নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : রাহুল গান্ধীর সমর্থনে এবার এগিয়ে এলেন প্রাক্তন ক্রিকেটার এবং কংগ্রেস নেতা নবজ্যোত সিং সিধু। শনিবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘রাহুল গান্ধী একজন খানদানি পরিবার থেকে উঠে এসেছেন। রাহুল গান্ধী অনেক বেশি অভিজ্ঞ এবং তার সময় এসেছে দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া।’
উল্লেখ্য মহারাষ্ট্রের কংগ্রেস সচিব শেহজাদ পুনাওয়ালা বুধবার বলেন, নির্বাচনটি লোক দেখানো হচ্ছে। এটাকে ঠিক নির্বাচন বলা চলে না।
পাশাপাশি সিধু বলেন, ‘আমরা ধর্ম নিরপেক্ষ তাই ভগবান আমাদের সঙ্গে আছেন। সংবিধানের মতাদর্শকে মেনেই ধর্ম, বর্ণ এবং গায়ের রঙ উর্দ্ধে ওঠে এগিয়ে আসতে হবে।’ উল্লেখ্য কংগ্রেস সভাপতি পদে সোনিয়া গান্ধী পরে বসতে চলেছেন রাহুল গান্ধী। আর তা নিয়ে দলের অন্দরে চলা বিতর্কে এবার রাহুল গান্ধীর পাশে পেলেন সিধুকে। আগামী গুজরাট নির্বাচন রাহুল গান্ধীর জন্য একটা বড় নির্বাচনী প্রচার হতে চলেছে।
2017-12-02