হাড়োয়া, ২ ডিসেম্বর (হি.স.) : “আজ অর্থাৎ শনিবার বিশ্ব নবি দিবস। তার প্রাক্কালে মুখ্য মন্ত্রীর বার্তা আপনারা সবাই ভালো করে নবি দিবস উদযাপন করবেন। এটা আমাদের কাছে মৈত্রী দিবস। শুক্রবার উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় প্রশাসনিক জনসভায় একথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাড়োয়ার সার্কাস মাঠে জনসভাটি হয়। এদিন তিনি বলেন, কেউ কেউ বলে, তুমি কেন সংখ্যালঘুদের পক্ষে, তুমি কেন তপসিলিদের পক্ষে, তুমি কেন দলিতদের পক্ষে, তুমি কেনও ক্রিশ্চিয়ানদের পক্ষে, তুমি কেন সাধারণ মানুষের পক্ষে। আমি সবসময় বলি, আমি সবসময় মানুষের পক্ষে, সর্বধর্ম সমন্বয়ের পক্ষে। মা-মাটি-মানুষের পক্ষে।” জনসভা থেকে ৬৮টি প্রকল্পের সূচনা ও ১১৭টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। বসিরহাটকে নতুন জেলা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী, আশায় ছিলেন সভায় উপস্থিত অনেকেই। তবে এখনই তা হচ্ছে না। বসিরহাটকে নতুন জেলা করা নিয়ে বলেন, “আমি প্রত্যন্ত জায়গা গুলিতে যাওয়ার চেষ্টা করি। আরও যাব। বসিরহাটকে নতুন জেলা তৈরির সিদ্ধান্ত নিয়েছি। তার জন্য সময় লাগবে।”-
2017-12-02