উত্তেজনা গঙ্গানগরে
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ ডিসেম্বর৷৷ উত্তপ্ত পাহাড়৷ আচমকা জাত্যাভিমান ইস্যু সামনে আসল প্রকট ভাবে৷ ধলাই জেলার গঙ্গানগর বাজারে দুই গোষ্ঠীর বিবাদ চরমে৷ গন্ডাছড়া মহকুমার গঙ্গানগর বাজারে সাপ্তাহিক হাটবারে বাঙালী ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করার হুলিয়া জারি করা হয়েছে৷ শুক্রবার গঙ্গানগরে সাপ্তাহিক হাটে সব্জি, গৃহপালিত পশু সহ নানা পণ্য সামগ্রী নিয়ে ব্যবসা করতে গিয়েছিলেন বাঙালীরা৷ কিন্তু, স্থানীয়দের বাধাদানে ব্যবসা বিকিকিনি করতে পারেননি বাঙালী ব্যবসায়ীরা৷ মূলতঃ উপজাতি অধ্যুষিত এলাকা গঙ্গানগর৷ ১৯৯৩ সালের পর থেকে বাজারটিতে জাতি ও উপজাতি উভয় অংশের ব্যবসায়ীরা বিকিকিনি করে আসছেন৷ মহকুমার বাইরে থেকেও কিছু বাঙালী ব্যবসায়ী সেখানে পণ্য সামগ্রী নিয়ে যান হাটবারে৷ রুটি রুজির ব্যবস্থা হতো৷ অন্যদিকে, স্থানীয় মানুষজনও সাপ্তাহিক হাট বাড়ে সমস্ত পণ্য সামগ্রী পেয়ে যেতেন৷ কিন্তু ভোটের মুখে বাজারে আচমকা বাঙালী ব্যবসায়ীদের প্রবেশ না করার হুলিয়া জারি করেছে স্থানীয় ব্যবসায়ীরা৷ এদিকে, গঙ্গানগর বাজার কমিটির সম্পাদক পরিসিতিতির উপর অক্ষমতা দেখিয়ে দূর দূরান্ত থেকে আসা বাঙালী ব্যবসায়ীদের আগামী বিধানসভা নির্বাচন পর্যন্ত বাজারে প্রবেশ করতে মানা করেছেন৷ উভয় পক্ষের মধ্যস্থতায় সমস্যা সমাধানের কোন উদ্যোগ নেয়নি বাজার কমিটি৷ উগ্র জাত্যাভিমান জাগিয়ে ভোটের আগে বিভাজনের রাজনীতির অভিযোগ করেছেন বাঙালী ব্যবসায়ীরা৷ কোন বাজারে একটি জাতিগোষ্ঠীর লোক ব্যবসা করতে পারবে না এটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে ব্যতিক্রমী ঘটনা৷ রাজনৈতিক সংকীর্ণতা ও ভোটের লাভালাভের প্রশ্ণে বিভাজন করা, ক্ষমতা ধরে রাখার নীতি নেওয়া হয়েছে বলে দাবি করেছেন বাঙালী ব্যবসায়ীরা৷ গাড়ি ভর্তি করে মালপত্র নিয়ে চলে গেলেও আইনের দরজায় কড়া নাড়ার হুশিয়ারী দিয়েছেন বাজার ফেরেত মনোক্ষুন্ন বাঙালী ব্যবসায়ীরা৷ দুই গোষ্ঠীর মধ্যে চাপা উত্তেজনা বিরাজ করেছে দিনভর গঙ্গানগর বাজারে৷
2017-12-02