অপরাধের নিরিখে দেশের ১৯টি বড় শহরের মধ্যে শীর্ষে দিল্লি

নয়াদিল্লি, ১ ডিসেম্বর (হি.স.): অপরাধের নিরিখে দেশের ১৯টি বড় শহরের মধ্যে শীর্ষে কেন্দ্র-শাসিত রাজধানী দিল্লি। রাজ্যগুলির মধ্যে দেশে প্রথম ন দখল করেছে উত্তরপ্রদেশ। এমনটাই তথ্য উঠে এল ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো (এনসিআরবি)-র প্রকাশিত ২০১৬ সালের পরিসংখ্যানে।
এনসিআরবি-র পরিসংখ্যান বলছে, গত বছর উত্তরপ্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক হত্যার ঘটনা ঘটেছে। গত বছর উত্তরপ্রদেশে খুন হয়েছেন ৪,৮৮৯ জন—দেশের মোট হত্যার ঘটনার ১৬.১ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে বিহার। (২,৫৮১ বা ৮.৪ শতাংশ)।
মহিলাদের বিরুদ্ধে অপরাধের নিরিখেও শীর্ষে উত্তরপ্রদেশ। গত বছর ৪৯,২৬২টি ঘটনা (প্রায় ১৪.৫ শতাংশ) ঘটেছে। এরপরই দ্বিতীয়স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ২০১৬ সালে সেখানে ৩২,৬৫১টি (৯.৬ শতাংশ) মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা ঘটেছে।
এনসিআরবি-র পরিসংখ্যান বলছে, ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে দেশে ধর্ষণের ঘটনা ১২.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০১৫ সালে মোট ধর্ষণের ঘটনা ঘটেছিল ৩৪,৬৫১টি। গত বছর তা বেড়ে দাঁড়ায় ৩৮,৯৪৭টি।
এখানেও তালিকার ওপরদিকে রয়েছে উত্তরপ্রদেশ। কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, ধর্ষণে দেশে শীর্ষে মধ্যপ্রদেশ। গত বছর ৪,৮৮২টি (১২.৫ শতাংশ) ধর্ষণের ঘটনা ঘটেছে। ৪,১৮৯টি (১২.৪ শতাংশ) ঘটনা নিয়ে তালিকায় দ্বিতীয় উত্তরপ্রদেশ।
গত বছর দেশের মধ্যে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারার আওতায় যতগুলি অভিযোগ দায়ের হয়েছে, তাতেও শীর্ষে উত্তরপ্রদেশ। মোট অভিযোগের প্রায় ৯.৫ শতাংশ দায়ের হয়েছে দেশের বৃহত্তম রাজ্যে। দ্বিতীয় স্থানে মধ্যপ্রদেশ (৮.৯ শতাংশ)। এরপর রয়েছে যথাক্রমে মহারাষ্ট্র (৮.৮ শতাংশ) এবং কেরল (৮.৭ শতাংশ)।
এদিকে, রাজ্যগুলির মধ্যে যেখানে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, সেখানে প্রধান শহরগুলির মধ্যে এক নম্বর জায়গা দখল করেছে রাজধানী দিল্লি। দেশের ১৯টি প্রধান শহরের (ন্যূনতম জনসংখ্যা ২ কোটি) যে পরিসংখ্যান প্রকাশ করেছে এনসিআরবি, তাতে বিভিন্ন অপরাধের ক্ষেত্রে অন্যদের পিছনে ফেলেছে রাজধানী শহর।
ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারার আওতায় দায়ের হওয়া অভিযোগের নিরিখেও শীর্ষে দিল্লি। গতবছর এই ক্ষেত্রে ৩৮.৮ শতাংশ অভিযোগ দায়ের হয়েছে দিল্লিতে। দ্বিতীয় স্থানে বেঙ্গালুরু (৮.৯ শতাংশ) এবং তিনে মুম্বই (৭.৭ শতাংশ)। এমনকী, অপরাধের জাতীয় গড় (৭৭.২)-এর তুলনায় দিল্লির গড় অনেকটাই বেশি (১৮২.১ শতাশ)।
এর পাশাপাশি, অপহরণের ক্ষেত্রেও শীর্ষে দিল্লি। এনসিআরবি পরিসংখ্যান বলছে গত বছর মোট ৫,৪৫৩টি ঘটনা (৪৮.৩ শতাংশ) ঘটেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছে মুম্বই (১,৮৭৬টি বা ১৬.৬ শতাংশ) এবং বেঙ্গালুরু (৮৭৯টি বা ৭.৮ শতাংশ)।
হত্যায় শীর্ষস্থান দখল করেছে দিল্লি। এনসিআরবি পরিসংখ্যান বলছে, মোট ২,১৯৪টি হত্যার ঘটনার মধ্যে ৪৭৯টি (২১.৮ শতাংশ) হয়েছে রাজধানীতে। এরপর যথাক্রমে রয়েছে বেঙ্গালুরু (২২৯টি বা ১০.৪ শতাংশ) এবং পটনা (১৯৫টি বা ৮.৯ শতাংশ)।
এখানেই শেষ নয়। শিশু অপরাধীদের মধ্যেও শীর্ষে দিল্লি। মোট ৬,৬৪৫টি জুভেনাইল মামলার মধ্যে দিল্লিতেই ঘটেছে ২,৩৬৮টি(৩৫.৬ শতাংশ)। এমনকী, অর্থনৈতিক অপরাধের ক্ষেত্রেও শীর্ষে দিল্লি। গত বছর মোট ৫,৯৪২টি (১৯.৩ শতাংশ) ঘটনা ঘটেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে জয়পুর (৪,৭৪২টি) এবং মুম্বই (৪,১৯১টি)।এনসিআরবি পরিসংখ্যান বলছে, গত বছর মোট মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনার মধ্যে ৩৩ শতাংশ (১৩,৮০৩টি) ঘটেছে দিল্লিতে। ১২.৩ শতাংশে (৫,১২৮টি) দ্বিতীয় স্থানে রয়েছে মুম্বই। এছাড়া, প্রায় ধর্ষণ (৪০ শতাংশ), স্বামী ও আত্মীয়দের হাতে নির্যাতন (২৯ শতাংশ) এবং পণের জন্য অত্যাচার (২৯ শতাংশ) সবেতেই শীর্ষে দিল্লি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *