বনকুমারী বাজারে জুয়েলারিতে দিনদুপুরে চুরি ৩০ ভরি স্বর্ণালঙ্কার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ শহরের নিরাপত্তা ব্যবস্থা বড়সড় প্রশ্ণ চিহ্ণের মুখে দাঁড়িয়েছে৷ যোগেন্দ্রনগর বনকুমারী বাজারে স্বর্ণের দোকানে দিনদুপুরে দুঃসাহসিক চুরি৷ দোকান মালিক উত্তম মজুমদার প্রাকৃতিক কাজ করতে খানিকটা সরতেই হাত সাফ করেছে চোরের দল৷ বাজারে ব্যস্ততম জনভীড়ের মাঝে ব্যাগ ভর্তি স্বর্ণ ও টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরের দল৷ ৩০ ভড়ি স্বর্ণ ও নগদ টাকা ভর্তি ব্যাগ টার্গেট করে নিয়ে পালিয়েছে দুসৃকতীকারী, দাবি করছেন দোকান মালিক৷ খবর পেয়ে কলেজটিলা ফাঁড়ির পুলিশ ছুটে গিয়ে তদন্ত শুরু করেছেন৷ বনকুমারী বাজারে ছিনতাই বাজদের বিরুদ্ধে পুলিশ তদন্ত শুরু করলেও কোন ক্লু-বের করতে পারেনি৷ পুলিশের ও প্রাথমিক অনুমান দোকান থেকে টাকা ও স্বর্ণ ভর্তি ব্যাগ নিয়ে পালানো চক্রে স্থানীয় জড়িত রয়েছে৷ খবর চাউর হতেই চিন্তার ভাজ স্থানীয় ব্যবসায়ী মহলে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *