কমনওয়েলথ শ্যুটিংয়ে স্বর্ণ পদক জিতলেন হিনা, এয়ার রাইফেলে ব্রোঞ্জ পেয়েছেন দীপক

ব্রিসবেন, ৩১ অক্টোবর (হি.স.): দেশবাসীর জন্য সুখবর, অস্ট্রেলিয়ার ব্রিসবেনে কমনওয়েলথ শ্যুটিং চ্যাম্পিয়নশিপে প্রতিদ্বন্দীদের পরাজিত করে সোনা জিতলেন হিনা সিধু| মঙ্গলবার ব্রিসবেনে ব্যক্তিগত ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ২৪০.৮ পয়েন্ট স্কোর করে সোনা নিশ্চিত করেন হিনা| রুপো জিতেছেন অস্ট্রেলিয়ান এলেনা গালিয়াবোভিচ (২৩৮.২) এবং ক্রিস্টি গিলম্যান (২১৩.৭)| শুধু হিনাই নন, মঙ্গলবার ১০ মিটার এয়ার রাইফেলের ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন দীপক কুমার|
চলতি বছরে দারুণ ফর্মে রয়েছেন হিনা সিধু| গত সপ্তাহেই জিতু রাইয়ের সঙ্গে জুটি বেধে দিল্লিতে শ্যুটিং বিশ্বকাপের ফাইনালে মিক্সড ডাবলসে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জেতেন হিনা সিধু| এবার ব্রিসবেনে সাফল্য পেলেন তিনি|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *