জয়পুর, ২৬ অক্টোবর (হি.স.): রাজস্থানের আজমের জেলায় ট্রাক ও ভ্যানের সংঘর্ষে মৃতু্য হল একই পরিবারের তিন জন সদস্যের| দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন| মন্দিরে পুজো দেওয়ার পর ভ্যানে চেপে ভিলওয়ারা ফিরছিলেন একই পরিবারের বেশ কয়েকজন সদস্য| কিষাণগড়ের কাছে ট্রাক ও ভ্যানের সংঘর্ষ হয়|
গুরুতর আহত অবস্থায় ৮ জনকে উদ্ধার করে নিকটবর্তী চিকিত্সা কেন্দ্রে ভর্তি করা হয়| কিন্তু, চিকিত্সা চলাকালীন প্রাণ হারান তিন জন পুরুষ সদস্য| বাকি ৫ জন হাসপাতালে চিকিত্সাধীন| দুর্ঘটনার পর থেকেই পলাতক ঘাতক ট্রাকের চালক|
2017-10-26