প্রয়াত বিএনপি নেতা এম কে আনোয়ার, শোকস্তব্ধ খালেদা জিয়া

ঢাকা, ২৪ অক্টোবর (হি.স.): প্রয়াত হলেন বাংলাদেশ ন্যাশন্যাল পার্টি (বিএনপি)-র স্থায়ী কমিটির সদস্য তথা প্রাক্তন মন্ত্রী এম কে আনোয়ার| বার্ধক্যজনিত রোগে সোমবার গভীর রাত ১.৪০ মিনিট ঢাকার এলিফ্যান্ট রোডে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি| মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর| বিএনপি-র চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের আধিকারিক শায়রুল কবির জানিয়েছেন, বিগত ৫ বছর ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এম কে আনোয়ার| সোমবার গভীর রাত ১.৪০ মিনিট নাগাদ জীবনাবসান হয়েছে তাঁর| প্রাক্তন মন্ত্রী এম কে আনোয়ারের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া|
উল্লেখ্য, এম কে আনোয়ারের পুরো নাম হল মোহাম্মদ খোরশেদ আনোয়ার| ১৯৯৩ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি| এম কে আনোয়ার পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেছেন| সরকারি চাকরি থেকে অবসরের পর তিনি রাজনীতিতে যোগ দেন|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *