নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ ১৯৮০ সালের দাঙ্গার মূল কারবারী শাসক বামফ্রন্ট৷ সোমবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত সাংসৃকতিক চেতনা মঞ্চের রাজ্য ভিত্তিক কর্মশালায় এমনটাই বিস্ফোরক অভিযোগ করেন বিজেপি রাজ্য প্রভারী সুনীল দেওধর৷ রাজ্যজুড়ে বামফ্রন্ট সাংসৃকতিক আঙ্গিনাকেও রাজনীতির আখড়ায় পরিনত করেছে৷ জাতি উপজাতিদের মধ্যে সাংসৃকতিক ভেদভাব করে পরিকল্পিত ভাবে অশান্তি পাকাচ্ছে বলে বামফ্রন্টের বিরুদ্ধে তোপ দেগেছেন রাজ্য প্রভারী সুনীল দেওধর৷ পাহাড়ি বাঙ্গালী ত্রিপুরায় ত্রিপুরা সুন্দরী মায়ের সন্তান৷ উপজাতি কৃষ্টি সংসৃকতি প্রসারে উদাসীনতায় উগ্র জাত্যাভিমান সৃষ্টি করছে বলে দাবি করেছেন তিনি৷ ভ্রাতৃদাঙ্গার মূল ষড়যন্ত্রকারী বামপন্থীরা বর্তমানে ভোটের আগে বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়ে ভোট বৈতরনী অতিক্রম করার চেষ্টা করছে৷ সরকার পরিবর্তনের মধ্য দিয়ে জাতি-উপজাতির মেল বন্ধন, সাংসৃকতিক চর্চা ও প্রসারে রাজ্যব্যাপী সবাইকে চেতনামঞ্চে সামিল হওয়ার জন্য সাংসৃকতিক ব্যক্তিত্বের কাছে উদার্ত কন্ঠে আহ্বান রেখেছেন রাজ্য প্রভারী সুনীল দেওধর৷ সরকার বদল হওয়া মাত্রই সাংসৃকতিক চেতনা মঞ্চ পক্ষপাতিত্বের সমস্ত বেড়াজাল ভেঙ্গে দিয়ে প্রতিভার উন্মেষে মাইলস্টোন হিসাবে কাজ করবে বলেও আত্মসন্তোষ ব্যক্ত করেছেন শ্রীদেওধর৷ পাশাপাশি তিনি বলেন, এরাজ্যের সাংসৃকতিক জগৎকে নিয়ে যে রাজনীতি করছে বামফ্রন্ট তার বিরুদ্ধেও আওয়াজ তুলবেন সংশ্লিষ্টরা৷
2017-10-24