আহমেদাবাদ, ১৩ অক্টোবর (হি.স.): নির্বাচন কমিশন বৃহস্পতিবার হিমাচল প্রদেশের বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা করেছে। অথচ গুজরাট নির্বাচনের ক্ষেত্রে দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি| কংগ্রেসের অভিযোগ, আগামী ১৬ অক্টোবর গুজরাতে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এজন্যই গুজরাতে ভোটের নির্ঘন্ট ঘোষণা করা হয়নি। এই অবস্থায় হিমাচলের সঙ্গে গুজরাতের ভোটের নির্ঘন্ট ঘোষণা করলে মোদীর পক্ষে ভোটারদের প্রভাবিত করতে প্রকল্প ঘোষণা করা সম্ভব হত না। এই কারণেই গুজরাতে ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়নি বলে কংগ্রেসের অভিযোগ। কারণ, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরই চালু হয়ে যায় আদর্শ নির্বাচনী আচরণ বিধি। যদিও কমিশনের যুক্তি, গুজরাত সরকার আচরণবিধি চালু হলে রাজ্যের বন্যা দুর্গতদের ত্রাণের কাজ ব্যাহত হওয়ার কথা বলেছে। তাই গুজরাতের ভোটের নির্ঘন্ট হিমাচলের সঙ্গে ঘোষণা করা হয়নি।মনে করা হয়েছিল বৃহস্পতিবারই হিমাচল ও গুজরাতে ভোটের নির্ঘন্ট ঘোষণা করবে কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার গতকাল ঘোষণা করেন যে, হিমাচলে ৯ নভেম্বর ভোট হবে। গণনা হবে ১৮ ডিসেম্বর। কিন্তু গুজরাতের ভোটের নির্ঘন্ট ঘোষণা করা হয়নি।কংগ্রেস ছাড়া অন্যান্য বিরোধী দলও প্রশ্ন তুলেছে, যেখানে একসঙ্গে লোকসভা ও বিধানসভা ভোটের কথা বলা হচ্ছে সেখানে দুটি রাজ্যের ভোটের নির্ঘন্ট একসঙ্গে ঘোষণা করার ক্ষেত্রে সমস্যা কোথায়!
2017-10-13