ভোটার তালিকায় কারচুপি, মুখ্য নির্বাচন আধিকারীককে ডেপুটেশন বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ অক্টোবর৷৷ ভোটার তালিকা সংশোধন করা নিয়ে শাসক দলের ক্যাডার এবং কতিপয় আধিকারিকের যোগসাজশের অভিযোগ তুলে বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্র্বচন আধিকারিকের কাছে অভিযোগ দায়ের করল বিজেপি৷ মুখ্য নির্বাচন আধিকারিক সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছিলেন৷ আজ বিজেপির এক প্রতিনিধি দল সচিবালয়ে গিয়ে রাজ্যের মুখ্য নির্র্বচন আধিকারিক শ্রীরাম তরুনীকান্তের সঙ্গে সাক্ষাত করেন৷ নাতিদীর্ঘ আলোচনার পর প্রতিনিধি দলের নেতা বিজেপির সহসভাপতি সুবল ভৌমিক জানান, গত ২৫ বছর ধরে সিপিআইএম ভোটার তালিকায় কারচুপি করে ক্ষমতায় টিকে আছে৷ কিন্তু বিজেপি এসব আর হতে দেবে না৷ এসবের বিরুদ্ধে বিজেপি পথে নামতেই শাসক দলের ক্যাডাররা হামলা হুজ্জতি শুরু করে দিয়েছে৷ কিন্তু কোন ভাবেই আর বরদাস্ত করা হবে না৷

তিনি আরও বলেন, কতিপয় আধিকারিকও শাসক দলের হয়ে ভোটার তালিকায় গড়মিলে সহযোগিতা করছেন৷ বিজেপি তাদেরও সতর্ক করে দিতে চাইছে৷ মুখ্য নির্র্বচনি আধিকারিক সংশ্লিষ্ট বিষয়ে উপযুক্ত পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছেন৷ পরিতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির মুখপাত্র ডাঃ অশোক সিনহা এবং দুর্গাপদ পোদ্দার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *