মুজাফ্ফরনগর, ৭ অক্টোবর (হি.স.) : মাথায় বন্দুক ঠেকিয়ে ছেলে ও স্বামীর সামনে গণধর্ষণের শিকার এক মহিলাকে। উত্তরপ্রদেশের মুজ়াফ্ফরনগরের ঘটনাটি ঘটে। অভিযোগ, গাড়ি থেকে নামিয়ে নিয়ে গিয়ে তাঁকে গর্ষণধর্ষণ করা হয়। বিষয়টি জানাজানি হলে খুনের হুমকি দেওয়া হয় সন্তানকে। অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।
পুলিশ সুপার অজয় সেহদেব জানান, স্বামী ও ছেলের সঙ্গে বাড়ি ফেরার পথে ঘটনাটি ঘটে। পুলিশের একটি অভিযোগ দায়ের করা হয়েছে। নিগৃহীতা ও তাঁর স্বামীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।
অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, শুক্রবার একটি গ্রাম থেকে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সঙ্গে ছিল তিন বছরের সন্তান ও স্বামী। পথে চারজন বাইক দাঁড় করায়। বাইক থেকে টেনে নামিয়ে তাঁকে নিয়ে যাওয়া হয় আখ ক্ষেতে। সেখানে মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ করে তারা। এমনকি তারা সন্তানকে খুনেরও হুমকি দেয় বলে অভিযোগ।
2017-10-07