নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর৷৷ উৎসবের শেষে বিষাদের সুর৷ চলছে ভাসান৷ বিজয়া দশমী শুরু হয়েছে শনিবার থেকেই৷ তবে শনিবার ও রবিবার বিভিন্ন প্যান্ডেল প্রতিমা রাখা হয়েছে দর্শনার্থীদের জন্য৷ তাছাড়া রবিবার অনেক প্যান্ডেলেই প্রতিমা বিসর্জন দেওয়া হয়নি৷ শনিবার থেকে শুরু হয়েছে বিসর্জনের পালা৷ রাজধানী আগরতলা শহরের বিগ বাজেটের প্যান্ডেলগুলিতে প্রতিমা রবিবারও রাখা হয়েছে৷ ছোট পরিসরের পুজা প্যান্ডেলগুলি থেকে এদিন প্রতিমা নিয়ে যাওয়া হয় ভাসানের জন্য৷
শনিবার দেবী দুর্গার বাপের ঘর থেকে বিদায় নেয়৷ মনের কোণে বিষাদ৷ ফের এক বছরের অপেক্ষা৷ শনিবার সকাল থেকেই বিভিন্ন বাড়িতে এবং মন্ডপে চলে সিঁদুর খেলা৷ মঙ্গল কামনা করে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দিয়েছেন মহিলারা৷ বিজয়া দশমী উপলক্ষে জমজমাট খাওয়াদাওয়া, দেদার আড্ডা৷ গত কয়েকদিনের উৎসবের মঞ্চের আনুষ্ঠানিক যবনিকা পতন হচ্ছে৷ কিন্তু, ক্লিষ্ট হৃদয় যাতে সেখানেই জীবনের যাত্রাকে থমকে না দেয়, সেই জন্যই মিষ্টি মুখ, আলিঙ্গন- জীবনের আমন্ত্রণ নতুন করে৷
এদিকে, রাজ্যের আট জেলায় বিসর্জনের প্রক্রিয়া চলছে৷ প্রতিটি জেলাতেই ভাসান উপলক্ষে সংশ্লিষ্ট দশমী ঘাটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ মঙ্গলবারও প্রতিমা নিরঞ্জন করা হবে বলে খবর৷
রাজধানী আগরতলা শহরের যোগেন্দ্রনগরের কাছে হাওড়া নদীতে বিসর্জন উপলক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে৷ সেখানে ছিল দর্শনার্থীদের ভীড়৷ পাশাপাশি শহরের জয়নগর দশমীঘাট এলাকায় একে একে প্রতিমা নিরঞ্জন করা হয়েছে৷ সেখানেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল৷ বিভিন্ন মহকুমা থেকে প্রাপ্ত সংবাদে জানা গিয়েছে প্রতিমা নিরঞ্জনকে কেন্দ্র করে দর্শনার্থীদের মধ্যে উৎসাহের কোন ঘাটতি নজরে আসেনি৷ জাতি উপজাতি উভয় অংশের মানুষের মেল বন্ধন তৈরী হয়েছে এই ভাসানে৷
এদিকে, রাজধানী আগরতলা শহরের বিগ বাজেটের পুজা প্যান্ডেলগুলিতে রবিবার রাতেও কিছু কিছু দর্শণার্থীদের লক্ষ্য করা গিয়েছে৷ এদিন অবশ্য রাতে বরুণ দেবতার রুদ্র রূপ না থাকায় পুরো আমেজ নিয়ে দর্শনার্থীরা মন্ডপে মন্ডপে ঘুরেছেন এবং প্রতিমা দর্শন করেছেন৷ জানা গিয়েছে মঙ্গলবারের মধ্যে সমস্ত প্যান্ডের প্রতিমা নিরঞ্জন শেষ হয়ে যাবে৷ ছুটি থাকায় সরকারীভাবে রাজ্যের কতগুলি প্যান্ডেলের প্রতীমা নিরঞ্জন হয়েছে তা জানা সম্ভব হয়নি৷
সার্বজনীন দূর্গো পূজো নির্বিঘ্নে কাটলেও বাধ সেজেছে ভিলেন বৃষ্টি৷ মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত বৃষ্টির ঝটিকা হানায় উৎসাহ ও উদ্দীপনার মধ্যে নানান অসুবিধা সৃষ্টি করেছে৷ প্রকৃতির ভ্রুক্রুটি উপেক্ষা করে উৎসবের দিনগুলিতে পরিজন নিয়ে চুটিয়ে আনন্দ করতে কার্পন্য করেছে৷ শহরের বিগ বাজেটের পূজো উদ্যোক্তারা জনঢলের আশা করলেও প্র্যতাশার পারদ ছুঁতে পারেনি৷ রঙ বেরঙের পোশাক পড়ে মন্ডপে মন্ডপে দর্শনাথীদের ভিড় হলেও কোথাও খামতি ছিল৷ বলা চলে উৎসবের মহাআনন্দে হতাশার কালো মেঘ ধাওয়া করে বেড়াচ্ছে৷ আলোক মালায় ঝলমলে শহর অতীতের সমস্ত রেকর্ড ভেঙ্গে বিজয়া দশমীতেই অধিকাংশ ক্লাবের ভাসান পর্ব সেরে নিয়েছেন৷ পূজোর পক্ষকাল আগে থেকে প্রকৃতির বক্র দৃষ্টিতে প্যান্ডেল তৈরীতে কম ভোগান্তি হয়নি উদ্যোক্তাদের৷ প্রতিমা নিরঞ্জনের জন্য মাকে ডেকে সাবেকী পরম্পরায় হাওড়ার পুণ্যঘাটে নিরঞ্জন করা হচ্ছে ধূমধামে৷ পুজোকে কেন্দ্র করে মহা নবমীর রাতে পূন্যার্থীরা ঘড় থেকে বরুনো শুরু করতেই ভিলেন বৃষ্টি ধাওয়া দেয় সবাইকে৷ ট্রাফিক পুলিশ ব্যারিকেট দিয়ে যানযট নিয়ন্ত্রনে বরাবর অসুবিধার মুখে পড়েন৷ এই বছর ট্রাফিক পুলিশ খুশ মেজাজে ডিউটি করেছেন পূজোতে৷ বিজয়া দশমীর পর গাড়ি এবং বাইক চেপে পূজো দেখাতেও বাধা বৃষ্টির হানা৷ রবিবার হলেও কোন ধরনের উচ্ছাস নেই জনমনে৷ রীতিমতো জনশূন্য রাজপথ৷ জাতি-উপজাতির মহা মিলন উৎসব দুর্গো পূজোয় অতীতে বৃষ্টি হলেও প্রাণ ছিল সবার মধ্যে৷ পুজোর মন্দা বাজারে কপালে হাত খুচড়ে ব্যবসায়ী থেকে পুজো উদ্যোক্তাদের৷ রাজধানীর অন্যতম বনেদী ক্লাব নেতাজী প্লে ফোরাম সেন্টার, ছাত্রবন্ধু ক্লাব, দেশবন্ধু চিত্তরঞ্জন, যুব সমাজ, জে পি সি, রামঠাকুর সংঘ, শান্তিপাড়া, পোলস্টার, শান্তিকামী সংঘ, কুঞ্জবন সেবক সংঘ, ভারতরত্ন ক্লাব সব বিগ বাজেট সমস্ত পূজো উদ্যোক্তারা ভিলেন বৃষ্টিতে হতাশ৷ সবার আশা তাসের ঘড়ের মতো ভেঙ্গে গিয়েছে বিজয়া দশমীর বৃষ্টির জন্য৷ রেওয়াজ মেনে ঢাক, কাশা, উলুধবনী, বাহারি আলোক সজ্জার ঝলকানিতে ও আনন্দ উল্লাসে জলপ্লাবন কম হয়েছে, অভিমত সমস্ত পূজো উদ্যোক্তা সহ সাধাবণ মানুষের৷ উল্লেখ্য, সাম্প্রতিকালের কয়েকটি অনাকাঙ্খিত ঘটনায় মফঃস্বল থেকে উপজাতিদের সমাগম ততটা হয়নি৷ বাধারঘাট রেল স্টেশন সূত্রে খবর, ধলাই, উত্তর ও ঊনকোটি জেলা থেকে যাত্রীর আনাগোনা কম হয়েছে পূজোয় দিনগুলিতে৷ যতদূর জানা গিয়ে এবারের রাজধানীর পূজোয় শহরকেন্দ্রীক মানুষের মধ্যে সীমাবদ্ধ থেকে গিয়েছে৷ সব কাটিয়ে শেষ বেলাতে ভিলেন বৃষ্টিকে উপেক্ষা করে মোবাইল থেকে ক্যামেরা অন করে বৃষ্টি বিঘ্নিত মায়ের বিদায়ী স্মৃতিগুলির এক বছরের জন্য ফ্রেমবন্দী করেছেন উৎসবমুখর জনসাধারণ৷
2017-10-02