ধর্মনগর, ৩ ফেব্রুয়ারি : কলকাতা থেকে ত্রিপুরা আসতেই ধর্মনগরে এক বাংলাদেশি যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্মনগর রাজবাড়ি আইএসবিটি এলাকায় তাকে আটক করা হয়েছে।
ধৃত যুবতী জানায়, তার বাড়ি বাংলাদেশের বরিশালে। সে দীর্ঘদিন ধরে কলকাতায় ছিল। বর্তমানে, ১৭ হাজার টাকার বিনিময়ে এক দালালের মাধ্যমে বাংলাদেশে যাওয়ার উদ্দেশ্যে আগরতলায় আসছিল। পুলিশ সূত্রে খবর, যুবতী অবৈধ উপায়ে ভারতে এসেছিল।
এই ঘটনার তদন্ত চলছে। পুলিশ আরও জানতে চেষ্টা করছে, যুবতীর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা।