নয়াদিল্লী, ১ ফেব্রুয়ারী : বাজেট ভারতীয় অর্থনীতির মুখোমুখি চ্যালেঞ্জগুলিকে উপেক্ষা করে তৈরি হয়েছে। আজ ভারতের কমিউনিস্ট পার্টির জাতীয় সচিবালয় থেকে জারি করা বিবৃতিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন কর্তৃক উপস্থাপিত বাজেট সম্পর্কে এই দাবি করা হয়েছে।
আজ ২০২৫ সালের বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই বাজেট উত্থাপিত বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারো ইতিবাচক প্রক্রিয়া থাকলেও বিরোধী দলের অনেকেই এ নিয়ে বিরূপ ভাব প্রকাশ করেছেন। এদিকে, আজ ভারতের কমিউনিস্ট পার্টির জাতীয় সচিবালয় থেকে বাজেটের প্রতিক্রিয়ামূলক বিবৃতি জারি করা হয়েছে।
ওই বিবৃতিতে আরো বলা হয়, ক্রমবর্ধমান বেকারত্ব, মুদ্রাস্ফীতি, ক্রমবর্ধমান বৈষম্য এবং আঞ্চলিক বৈষম্য ভারতীয় জনগণের মুখোমুখি হওয়া কিছু প্রধান সমস্যা কিন্তু বাজেট সেগুলি সমাধান করতে ব্যর্থ হয়েছে। ইতিমধ্যেই অর্থনীতি খারাপ অবস্থায় রয়েছে এবং ভারতীয় রুপির মূল্য অভূতপূর্ব নিম্ন স্তরে নেমে এসেছে। বৈদেশিক ঋণ বৃদ্ধি পাচ্ছে। সামাজিক ক্ষেত্র এবং প্রান্তিক মানুষের কল্যাণ উপেক্ষিত হচ্ছে কারণ MNREGA-এর মতো প্রকল্পগুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে না এবং শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক ক্ষেত্রে পর্যাপ্ত বরাদ্দ নেই।
একইভাবে, পারমাণবিক ক্ষেত্রে বেসরকারি অংশীদারিত্ব এবং অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে বেসরকারি অংশগ্রহণ বৃদ্ধি অর্থনীতিকে ধ্বংস করে দেবে। বীমা খাতে ১০০ শতাংশ এফডিআই, এলআইসি এবং জিআইসি-এর উপর প্রভাব ফেলবে যা ইতিমধ্যেই দেশে সমস্যার সম্মুখীন। বাজেট পেনশন, সামাজিক নিরাপত্তা এবং কৃষকদের দাবি করা এমএপি-র মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সম্বোধন করে নি। এটি লিঙ্গ সমতা এবং সামাজিক ন্যায়বিচারের বিষয়গুলিকে সম্বোধন করতেও ব্যর্থ হয়েছে।
বাজেটে দারিদ্র্য শূন্যের কথা বলা হলেও বাস্তবে দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী মানুষের সংখ্যা ক্রমশ বাড়ছে। সিপিআই জনগণকে কর্পোরেট-পন্থী নীতি এবং কেন্দ্রীয় সরকারের জনগণের জীবিকা নির্বাহের সমস্যা সমাধানে ব্যর্থতার প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে।