‘‌নির্বাচনকে মাথায় রেখে বাজেট, সাধারণ মানুষের কথা নয়’‌, তোপ অভিষেকের

নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): এই বাজেটেও বাংলা বঞ্চিত বলে ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে এই বাজেটের জন্য সংবাদমাধ্যমে তুলোধনা করেন ডায়মন্ডহারবারের সাংসদ।

শনিবার সকালে বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেটকে ‘‌বিহার বাজেট’‌ বলে কটাক্ষ করলেন অভিষেক। ডায়মন্ডহারবারের সাংসদ বলেন, ‘‌বাংলা থেকে ১২ জন বিজেপির সাংসদ রয়েছে। তারপরও বাংলা বঞ্চিত। এই নিয়ে বিজেপি সাংসদরা কিছু বললেন না। দীর্ঘদিন ধরে বঞ্চিত। আজও বঞ্চিত।’‌

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ‘‌২০২৫ সালে যেহেতু বিহারে নির্বাচন আছে তাই বিহারের জন্য সবকিছু করা হয়েছে। এরা বাজেট করে নির্বাচনকে মাথায় রেখে। সাধারণ মানুষের কথা মাথায় রেখে করে না।’‌

প্রসঙ্গত, চলতি বছরের বাজেটে ভরিয়ে দেওয়া হল বিহারকে। নীতীশ কুমারের রাজ্যকে একাধিক প্রকল্প উপহার দিয়েছে কেন্দ্রীয় সরকার। মাখানা বোর্ড থেকে বিমানবন্দর, বিহারে একের পর এক প্রকল্পের ঢেউ আছড়ে পড়ল। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেট অনুযায়ী, ভোজ্য তেল এবং ডাল জাতীয় শস্যে আত্মনির্ভর হওয়ার চেষ্টা করবে ভারত। আর সেই ঘোষণার পরই বিহারের জন্য মাখানা বোর্ড তৈরির কথা জানিয়ে দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। এই বাজেটকে ‘‌বিহার বাজেট’‌ বলে কটাক্ষ করলেন অভিষেক।

—————

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *