সচিন তেন্ডুলকর ছাড়া শনিবার যারা বর্ষসেরা পুরস্কার পাচ্ছেন

মুম্বই, ১ ফেব্রুয়ারি (হি.স.) : শনিবার বিসিসিআইয়ের আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন ভারতের সর্বকালের সফলতম আন্তর্জাতিক ব্যাটসম্যান সচিন তেন্ডুলকর। এই স্বীকৃতির কেতাবি নাম ‘কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড।’ বিসিসিআইয়ের বার্ষিক অ্যাওয়ার্ড আয়োজনে শনিবার এই পুরস্কার গ্রহণ করবেন তেন্ডুলকর। অনুষ্ঠানের মূল আকর্ষণ তিনিই। আর অনুষ্ঠানের মূল আকর্ষণ থাকবে বর্ষসেরা ক্রিকেটাররা।

সচিন তেন্ডুলকর ছাড়া বর্ষসেরা তালিকায় যারা আছেন –

জাসপ্রিত বুমরাহ : ছেলেদের ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘পলি উমরিগার ট্রফি’ পাচ্ছেন জাসপ্রিত বুমরাহ। কয়েকদিন আগে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেছেন এই ফাস্ট বোলার।

স্মৃতি মান্ধানা : ভারতের বর্ষসেরা মহিলা ক্রিকেটারের পুরস্কার পাচ্ছেন স্মৃতি মান্ধানা। বাঁ-হাতি এই ওপেনার আইসিসি অ্যাওয়ার্ডে জিতেছিলেন বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের খেতাব। সব সংস্করণ মিলিয়ে ভারতের সেরা ব্যাটার ছিলেন তিনি গত বছর।

রবিচন্দ্রন অশ্বিন : ভারতীয় ক্রিকেটে অবদানের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হবে সদ্য অবসর নেওয়া রবিচন্দ্রন অশ্বিনকে। ২০১১ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর এক যুগের বেশি সময় ধরে দুর্দান্ত ধারাবাহিকতায় ভারতের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সফলতম বোলার তিনি। দেশের মাঠে টেস্ট ক্রিকেটে ১২ বছর ধরে ভারতের ১৮টি সিরিজে অপরাজেয় থাকার পেছনে মূল কারিগরদের একজন ছিলেন এই অফ স্পিনিং অলরাউন্ডার।

সারফারাজ খান : আন্তর্জাতিক ক্রিকেটে সেরা অভিষেকের পুরস্কারটি পাচ্ছেন সারফারাজ খান। গত ফেব্রুয়ারিতে অভিষেকে ইংল্যান্ডের বিপক্ষে রাজকোটে দুই ইনিংসেই আগ্রাসী ফিফটি উপহার দিয়েছিলেন মুম্বইয়ের ব্যাটসম্যান।

আশা সোভানা : মহিলা ক্রিকেটে সেরা আন্তর্জাতিক অভিষেকের জন্য পুরস্কৃত হবেন আশা সোভানা। গত জুনে ওয়ানডে অভিষেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ রানে ৪ উইকেট নিয়েছিলেন এই অফ স্পিনার।

দীপ্তি শর্মা : ওয়ানডেতে সর্বোচ্চ উইকেটের জন্য একটি ট্রফি পাবেন অফ স্পিনার দীপ্তি শর্মা।

তানুশ কোটিয়ান : ঘরোয়া ক্রিকেটে সেরা পারফরম্যান্সের স্বীকৃতি পাচ্ছেন তানুশ কোটিয়ান। গত মরসুমে মুম্বইয়ের রঞ্জি ট্রফি জয়ে এই অফ স্পিনিং অলরাউন্ডারের ছিল বিরাট অবদান। ১০ ম্যাচ ৫০২ রান করার পাশাপাশি ২৯ উইকেট নিয়েছিলেন তিনি। অশ্বিনের অবসরের পর বর্ডার-গাভাস্কার ট্রফির ভারতীয় দলেও ২৬ বছর বয়সী এই অলরাউন্ডারকে নেওয়া হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *