আগরতলা, ১ ফেব্রুয়ারী : বড়সড় অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল শপিংমল সহ একাধিক দোকানপাট। আজ সকালে রাজধানীর শকুন্তলা রোড এলাকায় মেট্রো বাজার শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। দমকলকর্মীর ধারণা, এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনীর দুটি ইঞ্জিন এবং আগুন আয়ত্তে আনে। যদিও বড়সড় অগ্নিসংযোগের হাত থেকে অল্পেতে রক্ষা হলো গোটা এলাকা।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে রাজধানীর শকুন্তলা রোড এলাকায় মেট্রো বাজারের শপিং মলের কর্মীরা এসি থেকে ধোঁয়া বের হওয়ার দৃশ্য দেখতে পান। সাথে সাথে গোটা শপিংমলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাথে সাথে দমকলবাহিনীকে খবর দিয়েছেন। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। দমকলকর্মীর দাবি, এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বড়সড় অগ্নিসংযোগের হাত থেকে অল্পেতে রক্ষা হলো গোটা এলাকা।