নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি (হি.স.): কেন্দ্রীয় বাজেট সম্পর্কে নিজের প্রতিক্রিয়া দিলেন শিরোমণি অকালি দলের সাংসদ হরসিমরত কৌর বাদল। তাঁর মতে, বাজেটে কৃষকদের জন্য কিছুই নেই। বাজেটকে ভোটমুখী আখ্যা দিয়েছেন তিনি।
নির্মলা সীতারমনের বাজেট পেশ হওয়ার পর সংসদ ভবন চত্বরে বাজেট প্রতিক্রিয়ায় হরসিমরত কৌর বাদল বলেছেন, “রাজ্যের নাম দেখুন-বিহার, যে রাজ্যে নির্বাচন হতে চলেছে। শুধু বিহার, বিহার আর বিহার। পঞ্জাবের কোনও উল্লেখ ছিল না। এমএসপি-র আইনি গ্যারান্টি নিয়ে গত ৪ বছর ধরে বিক্ষোভে বসেছেন কৃষকরা। কৃষকদের জন্য কী ঘোষণা করেছে? মাখানা বোর্ড। এটা ছিল কৃষক বিরোধী বাজেট। কৃষক যারা নিজেদের অধিকারের জন্য লড়াই করছে তাদের কথা শোনা হয়নি, এটা দুঃখজনক।”