আগরতলা, ২২ জানুয়ারি : এগিয়ে চলো সংঘের উদ্যোগে এবং ত্রিপুরা অ্যাথলেটিকস এসোসিয়েশনের তত্ত্বাবধানে রাজ্যভিত্তিক ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ আজ আগরতলার মেলার মাঠে অনুষ্ঠিত হয়। চারটি বিভাগে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন।
এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার সহ কর্পোরেটের জাহ্নবী দাস চৌধুরী ও অন্যান্য অতিথিবৃন্দরা।
মেয়র দীপক মজুমদার রাজ্যভিত্তিক ক্রস কান্ট্রি চ্যাম্পিয়নশিপ ২০২৪-২৫ অনুষ্ঠানে উপস্থিত হয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং তাদের প্রশংসা করেন।