কলকাতা, ২২ জানুয়ারি (হি.স.): বাংলাদেশে হিন্দু নির্যাতনে ক্রমাগত সরব প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় ফের এই বিষয়ে তোপ দাগলেন।
বুধবার তিনি এক্সবার্তায় লিখেছেন, “বাংলাদেশি হিন্দুদের ঘনিষ্ঠ আত্মীয় পশ্চিমবঙ্গের হিন্দুরা প্রতিবাদ করতে না শেখা পর্যন্ত ভারত বাংলাদেশি হিন্দুদের অবহেলা করে যাবে। আর তাঁরা না শিখলে সীমান্তের দুপাশে থাকা বাঙালি হিন্দুরা ক্রমে, আস্তে আস্তে বেদনাদায়ক মৃত্যুর মধ্যে দিয়ে ধ্বংস হয়ে যাবে।”
বস্তুত, গত আগস্ট মাসের পর বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে ওই রাষ্ট্র থেকে সংখ্যালঘুদের ওপর অত্যাচার বহুগুণ বেড়েছে বলে অভিযোগ। বিভিন্ন মহলে এ নিয়ে আপত্তি উঠলেও বাংলাদেশ সরকার অভিযোগ অস্বীকার করছে। এতে ওদেশের হিন্দুদের অসহায়তা ও নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে।